বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের করোনার পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে, ভারতের কয়েকটি গণমাধ্যম এমন খবর দেয়ার পর অভিনেতা নিজে সেটি অস্বীকার করেছেন। বৃহস্পতিবার বিকেলে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ নিজস্ব সূত্রের বরাত দিয়ে দাবি করে, বচ্চনের নেগেটিভ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা কিছুক্ষণের মধ্যে আসবে।
অমিতাভের পাশাপাশি বচ্চন পরিবার থেকে অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন এবং আট বছর বয়সী আরাধ্যা বচ্চনও করোনায় আক্রান্ত হয়েছিল। বাড়ির মধ্যে চলতি মাসের শুরুতে সবার আগে সংক্রমিত হন অমিতাভ এবং অভিষেক। এরপর তারা মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন।
পরে ঐশ্বরিয়া এবং আরাধ্যার নুমনায় পজিটিভ রেজাল্ট আসে। উপসর্গ বাড়তে থাকলে তাদেরও পরে হাসপাতালে নেয়া হয়। ৭৭ বছর বয়সী অমিতাভ সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের স্বাস্থ্য সংক্রান্ত আপডেট দিয়ে গেছেন।
বিডি-প্রতিদিন/শফিক