কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) আনুষ্ঠানিকভাবে শনিবার সন্ধ্যায় ঘোষণা করে ইউরো-সিজেএফবি পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০১৯। এবার ছিল ১৯তম আসর। সেখানে সেরা প্রতিশ্রুতিশীল তারকা (পুরুষ) ক্যাটাগরিতে ‘হর্ষ’ গানটির জন্য পুরস্কৃত হলেন সংগীতশিল্পী সাব্বির নাসির।
করোনা মহামারীর কারণে এবার অনলাইনেই অনুষ্ঠিত হয়েছে সিজেএফবির পুরস্কার প্রদানের আয়োজন। ঘোষণার সময় সিজেএফবি কমিটির সদস্যরা ছাড়াও ছিলেন স্বনামধন্য বাংলাদেশি সঙ্গীত পরিচালক ও সুরকার শেখ সাদী খান, নাট্যব্যক্তিত্ব ম. হামিদ ও বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু।
‘হর্ষ’ গানটি সকলের মন জয় করে পুরস্কারটি জিতে নিয়েছে। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সাব্বির নাসির।গানটি লিখেছেন রাজিব হাসান। গানটিতে পিয়ানো ট্র্যাক বাজিয়েছেন স্বনামধন্য রোমেল আলী। সুর-সংগীতায়োজন করেছেন মুনতাসীর তুষার। এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন সাব্বির নাসির।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রসঙ্গে জানতে চাইলে সাব্বির নাসির বলেন,সিজেএফবি অ্যাওয়ার্ড-১৯ এ সেরা প্রতিশ্রুতিশীল তারকা হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। তবে নিজেকে আমি শিল্পী মনে করি, তারকা নয়। শিল্প সাধনাই মূলত আমাকে প্রভাবিত করে। যেকোনও পুরস্কার বা স্বীকৃতি আনন্দের, অনুপ্রেরণার।
তিনি আরও বলেন, এই সম্মাননা আমার কাজের প্রতি আরও দায়িত্ব বাড়িয়ে দিল। আমি আগামীতে আরও ভালো অনেক কাজ করার চেষ্টা করব। ভবিষ্যতে যেন ভালো কাজ করতে পারি সেজন্য সবার কাছে দোয়া কামনা করছি। সেই সঙ্গে তিনি ইউরো-সিজেএফবি আয়োজকদের ও সকল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত, ‘হর্ষ’ গানের মিউজিক ভিডিওটি নির্মাণ করেন স্বনামধন্য পরিচালক অমিতাভ রেজা চৌধুরী।
বিডি প্রতিদিন/কালাম