জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে একটি গান লিখেছেন এ প্রজন্মের কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ‘অগ্নিবীণার ফুল’ শিরোনামের ওই গানটির সুর দিয়েছেন প্রয়াত জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। দ্বৈত কণ্ঠে গানটি গেয়েছেন রাজীব এবং লেমিস।
গানটি মাহবুবুল এ খালিদের সংগীতবিষয়ক ওয়েবসাইট ‘খালিদ সংগীত ডটকম’ (www.khalidsangeet.com)-এ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে গানটির একটি ভিডিও মুক্তি দেয়া হয়েছে।
গানটি প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মরণে ‘অগ্নিবীণার ফুল’ গানটি লেখা হয়েছে। আশা করছি, এই গানের মাধ্যমে বর্তমান প্রজন্ম নজরুলকে আরো ভালো করে জানতে পারবেন।
উল্লেখ্য, মাহবুবুল এ খালিদ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য গান রচনা করেন। তার লেখা গান ও কবিতা সব মানুষের জন্য। মানবতার জয়গানে সমৃদ্ধ তার গানগুলো শ্রোতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। সম্প্রতি তার লেখা ও সুরে করোনা সচেতনতামূলক গান 'করোনাকে ভয় করো না' শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ইউটিউব, ফেসবুকের পাশাপাশি গানটি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা