৩১ অক্টোবর, ২০২০ ০৭:২৭

নির্বাচনের প্রচারে গিয়ে নোংরা অভিজ্ঞতা আমিশা প্যাটেলের

অনলাইন ডেস্ক

নির্বাচনের প্রচারে গিয়ে নোংরা অভিজ্ঞতা আমিশা প্যাটেলের

ফাইল ছবি

‌'আমাকে ধর্ষণ করে দিত বা আমাকে মেরে ফেলত ওরা'-ভারতের বিহার নির্বাচনের প্রচারে গিয়ে এমনই কুৎসিত অভিজ্ঞতা হয় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের। এলজেপি প্রার্থী প্রকাশ চন্দ্রের জন্য প্রচারে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে না ছিল কোনও নিরাপত্তা, না ছিল ভদ্রতা। 

এই অভিনেত্রী জানান, আমি মুম্বাই ফিরেছি। তারপরও বিপদ কাটেনি। সত্যি কথা বলার জন্য আমাকে হুমকি দিয়ে ফোন ও মেসেজও করেন প্রকাশ চন্দ্র। তার দাবি, তাকে নিয়ে ভাল ভাল কথা বলতে হবে। কিন্তু সেখানে আমার সঙ্গে যা হয়েছে, তারপর তার সম্পর্কে ভাল কথা বলা যায়?‌ তার নির্দেশ মতো কথা না বলার জন্য আমার গাড়ি ঘিরে ধরেছিল প্রকাশ চন্দ্রের লোকজন। আমাকে আটকে রাখা হয়েছিল। আমাকে খুন হয়ে যেতে পারতাম অথবা আমায় ধর্ষণও করে দিত পারত তারা।‌ 

ভারতের জাতীয় একটি সংবাদসংস্থাকে এসকল কথা বলেন অভিনেত্রী আমীশা প্যাটেল। কিন্তু অভিযুক্ত প্রকাশ চন্দ্র বলেন, এসবই মিথ্যা অভিযোগ। তার জন্য দাউদনগরের পুলিশ কর্মকর্তারা সকল সুরক্ষার ব্যবস্থা করেছিলেন। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর