ব্রিটেনের দ্য সান নিউজ পেপারের প্রকাশকের বিরুদ্ধে আলোচিত মামলায় হেরে গেলেন হলিউড তারকা জনি ডেপ। দ্য সান তাদের প্রকাশিত সংবাদে দাবি করেছিল, একসঙ্গে থাকার সময় সাবেক স্ত্রী ও হলিউড তারকা আম্বার হার্ডের ওপর নির্যাতন চালিয়েছেন তিনি। আদালতে দ্য সানের পক্ষ থেকে উপস্থাপিত নথিতে তা প্রমাণিত হওয়ায় আদালত ডেপের বিরুদ্ধে রায় দেন।
বিচার চলাকালে জনি ডেপ মাদকে আসক্তির বিষয়টি স্বীকার করলেও সাবেক স্ত্রীর ওপর নির্যাতন চালানোর বিষয়টি অস্বীকার করেন।
ডেপ ও আম্বার হার্ড
নিউজ গ্রুপ নিউজপেপার ও দ্য সানের নির্বাহী সম্পাদক ড্যান ওটনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' খ্যাত তারকা জনি ডেপ। সোমবার ব্রিটেনের হাইকোর্ট প্রকাশকের পক্ষে রায় দেয়।
২০০৯ সালে দ্য রাম ডায়েরির সেটে সখ্যতা গড়ে উঠে ডেপ ও আম্বার হার্ডের। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন তারা। ২০১৬ সালের ২৩ মেয়ে বিচ্ছেদের আবেদন করেন আম্বার হার্ড।
বিডি প্রতিদিন/ফারজানা