কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খানিক উন্নতি হয়েছে। বন্ধ হয়েছে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। সোমবার হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় ফের কয়েক ইউনিট রক্ত দিতে হয়েছে তাকে।
রবিবার রক্তক্ষরণ শুরু হওয়ায় উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকেরা। ২৪ ঘণ্টার মধ্যেই রক্তক্ষরণ নিয়ন্ত্রণে চলে আসায় সৌমিত্রের শারীরিক পরিস্থির কিছুটা উন্নতি হয়েছে।
প্রায় এক মাসের কাছাকাছি বেলভিউ নার্সিংহোমে ভর্তি সৌমিত্র। সোমবার চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, সৌমিত্রের অভ্যন্তরীণ রক্তক্ষরণ আপাতত নিয়ন্ত্রণে এসেছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় রক্ত দিতে হয়েছে।
করোনার রিপোর্ট নেগেটিভ থাকলেও ৮৫ বছর বয়স এবং কো-মর্বিডিটি থাকায় সৌমিত্রের শারীরিক পরিস্থিতি হঠাৎ করেই খারাপ হচ্ছে। এখনও সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। কিডনির সমস্যাটা প্রকট। তবে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ সচল রয়েছে।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকে বেশিরভাগ সময়েই অচেতন ছিলেন প্রবীণ এই অভিনেতা। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। পরে করোনামুক্তও হন। কিন্তু এরপর তার শারীরিক অবস্থার অবনতি হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন