বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। তার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন মুম্বাই মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক অভিমন্যু পাওয়ার।
ওই বিজেপি বিধায়কের দাবি, অমিতাভের 'কৌন বনেগা ক্রোড়পতি' শোয়ের একটি পর্বে হিন্দুদের ভাবাবেগে আঘাত দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি তাদের অপমান করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ অমিতাভ বচ্চনের বিরুদ্ধে। সেই সঙ্গে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্য়ে বিভেদ তৈরির করারও চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। অমিতাভ ছাড়াও ওই শোয়ের নির্মাতা সনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ