কণ্ঠশিল্পী দিদার খান তিনি প্রকাশ করলেন মৌলিক গান ‘ভালোবাসি শুধু তোমায়’। প্রযোজনা প্রতিষ্ঠান প্রোটিউনের ব্যানারে এমআর মিউজিক বিডির ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়েছে।
গানটির কথা ও সুর শিল্পী নিজেই করেছেন। আর সংগীত আয়োজন করেছেন জামান। মিউজিক ভিডিওতে দিদার খানের সঙ্গে মডেল হয়েছেন কবিতা। এটি নির্মাণ করেছেন ইয়াসিন বিন আরিয়ান।
দিদার খান বলেন, ‘এটি আমার ১১তম মৌলিক গান। গানটি আমার অনেক পছন্দের। অনেক সুন্দর মিউজিক করেছেন জামান ভাই। আমি গানটি নিয়ে অনেক আশাবাদী। আশা করি, আমার এই গান সবারই ভালো লাগবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন/ আজম