জিয়াউল রোশান ও তমা মির্জার জুটির ওয়েব ফিল্ম ‘আনন্দী’ দৃশ্যধারণ গতকাল রবিবার শুরু হয়েছে। মাহমুদ হাসান শিকদারের শিশু পাচারের গল্পে ‘আনন্দী’ ওয়েব ফিল্মটি রচনা করেছেন সৈয়দ জিয়া উদ্দিন।
বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আনন্দী’ পরিচালনা করছেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় বলিনি কখন বাথরুমে যাই বা কী খাই: জন আব্রাহাম
রোশান বলেন, কাজটির সঙ্গে জড়িত হতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছে আমার।
তমা মির্জা বলেন, প্রতিটি অভিনয়শিল্পীর পছন্দের কিছু গল্প থাকে। যে গল্প সমাজের খারাপ দিক পরিবর্তনে সহায়তা করে। আনন্দী ওয়েব ফিল্মটি তেমনি একটি গল্পে নির্মিত হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা