মাদক দ্রব্য আইনে করা মামলায় চিত্রনায়িকা পরীমণি, রাজ মাল্টিমিডিয়ার নজরুল ইসলাম রাজ ও মরিয়ম আক্তার মৌয়ের আরও ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।
মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটে চার দিনের রিমান্ড শেষে তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তাদের বিরুদ্ধে মাদক আইনের মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি।
ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ফারজানা