১১ অক্টোবর ছিল বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের ৭৯ তম জন্মদিন। এই বয়সেও একের পর এক কাজে দম ফেলার সময় নেই অভিনেতার। তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সালমান খানের বাবা সেলিম খান। তার সঙ্গে দশেরও বেশি ছবিতে অমিতাভ বচ্চন একসঙ্গে কাজ করেছেন। চিত্রনাট্যকার সেলিম খানের লেখা একেকটা সংলাপ অমিতাভের কেরিয়ারের অন্যতম মাইলস্টোন।
অমিতাভের সঙ্গে কাজের বাইরেও ভালো বন্ধুত্ব সেলিমের। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেলিম খান জানিয়েছেন, এবার রিটায়ার করা উচিত অমিতাভ বচ্চনের। প্রফেশনাল লাইফের দৌড় থামিয়ে এবার ব্যক্তিগত জীবন উপভোগ করা উচিত তার। একজন সফল অভিনেতা জীবনে যা যা অর্জন করতে পারে অমিতাভ- তার সবই তার আছে বলে মনে করেন সেলিম খান।
সেলিম বলেছেন, মানুষের পুরো জীবনটাই কর্মময় কিন্তু একটা সময়ের পর নিজের ইচ্ছায় বাঁচা জরুরি। ছোটবেলায় পড়াশুনা, তারপর পরিবারের গুরুদায়িত্ব এভাবেই জীবন বয়ে যায়। পাশাপাশি সেলিম জানান, যে অমিতাভ বচ্চন তার অ্য়াংরি ইয়ং ম্যান ইমেজের জন্য বিখ্যাত, আজও তিনি সেই ইমেজেই জনপ্রিয় কিন্তু এই সময়ে যেসব সিনেমা তৈরি হচ্ছে তা কখনই অমিতাভের যোগ্য নয়।
উল্লেখ্য, প্রথমবার ১৯৭৩ সালে জঞ্জির ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলিম খান ও অমিতাভ বচ্চন। ছবিতে অমিতাভের পাশাপাশি মুখ্য ভূমিকায় ছিলেন জয়া বচ্চন ও প্রাণ। তাদের আরেকটি উল্লেখযোগ্য ছবি শোলে। ভারতীয় ছবির অন্যতম মাইলস্টোন এই ছবির চিত্রনাট্য লিখেছিলেন সেলিম খান ও জাভেদ আখতার। এছাড়াও দিওয়ার, মজবুর, ডন, ত্রিশূল ও দোস্তানাসহ সেলিমের লেখা বেশ কয়েকটি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন।
সূত্র : জি নিউজ।
বিডি-প্রতিদিন/শফিক