বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেফতারের ঘটনা শোবিজের বাইরে ভারতের প্রভাবশালী অনেক রাজনৈতিক নেতাও পাশে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী। বলিউড বাদশার দুঃসময়েতিনি চিঠি পাঠিয়েছিলেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, আরিয়ান গ্রেফতার হওয়ার ছয় দিন পর ১৪ অক্টোবর শাহরুখ খানকে রাহুল গান্ধী চিঠি দিয়েছিলেন বলে ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে। তবে চিঠির বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। রাহুল লিখেছিলেন, সমগ্র দেশ আপনার সঙ্গে আছেন।
উল্লেখ্য, প্রকাশ্যে শাহরুখকে রাজনৈতিক ব্যক্তিত্বদের ঘনিষ্ঠ হতে দেখা যায়নি। তবে রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধীর সঙ্গে তার সুসম্পর্কের কথা শোনা যায়। এমনকি আইপিএল-এর শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে ইডেন গার্ডেন্সে শাহরুখের সঙ্গেই দেখা গিয়েছিল রাহুল-প্রিয়ঙ্কাকে।
বিডি-প্রতিদিন/শফিক