বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল রফিক সিকদার পরিচালিত তৃতীয় সিনেমা ‘বসন্ত বিকেল’। ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও শাহ হুমায়রা সুবাহ।
এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় নায়িকা হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে সুবাহ’র। এদিকে, এর আগে ‘ভোলা তো যায় না তারে’ ও ‘হৃদয় জুড়ে’ নামে দুটি ছবি বানিয়েছিলেন রফিক শিকদার। বসন্ত বিকেল প্রসঙ্গে রফিক সিকদার বলেন, ‘সিনেমাটি দেখার পর সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু, অঞ্জনা ও অরুণা বিশ্বাস আপাসহ অন্যরা প্রশংসা করেছেন। আশা করছি এই বসন্তেই ‘বসন্ত বিকেল’ মুক্তি দিতে পারব। ’
ছবির গল্পে পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই হিন্দু যুবক ও যুবতীর প্রেমের পরিণতির গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
উল্লেখ্য, ২০১৯ সালের ১০ ডিসেম্বর ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হয়। সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্যও রফিক সিকদারের। শামসুজ্জামান রিমনের সঙ্গে পরিচালক নিজেও সহযোগী প্রযোজক হিসেবে সিনেমাটি নির্মাণ করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক