ছোটবেলা থেকেই গান ভালোবাসেন জাবেদ ইকরাম। বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাইতে থাকেন আশপাশের এলাকার বিভিন্ন অনুষ্ঠানে। স্বপ্ন দেখতেন একদিন বড় শিল্পী হবেন। তবে জীবনজীবিকার প্রয়োজনে মাত্র ২০ বছর বয়সে তিনি পাড়ি জমান ইতালিতে। ফলে তার সেই স্বপ্নও অধরা থেকে যায়। তবে হাল ছেড়ে দেননি এই গায়ক।
অবশেষে নিজের সেই স্বপ্ন পূরণ করেছেন জাবেদ ইকরাম। প্রথমবারের মতো গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যার শিরোনাম ‘অন্তরাত্মা’। এটির কথা লিখেছেন গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইয়াসিন হোসেন নিরু। লোক আঙ্গিকে প্রেম-ভালোবাসার কথায় সাজানো হয়েছে গানটি। গানের ভিডিওতে জুটি বেঁধে অভিনয় করেছেন মডেল সুপ্ত ও শাকিলা পারভীন। ভিডিওটি নির্মাণ করেছেন রাজু আহমেদ।
গত ২২ ফেব্রুয়ারি দেশের জি সিরিজের ইউটিউব চ্যানেলে ‘অন্তরাত্মা’ গান-ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে।
গানটি নিয়ে সংগীতশিল্পী জাবেদ ইকরাম বলেন, ‘অনেক বছরের কাঙ্খিত স্বপ্ন গানটির মাধ্যমে পূরণ করতে পেরে আমি অনেক আনন্দিত। আশা করি সবার ভালো লাগবে।’
উল্লেখ্য, নোয়াখালী থেকে ইতালিতে যাওয়ার পর সেখানকার সন্তানহীন এক দম্পতির চোখে পড়েন বাবা-মা হারানো জাবেদ ইকরাম। ২০০৯ সালে সে দেশের আইন অনুযায়ী আদালতে গিয়ে জাবেদকে নিজেদের সন্তান করে নেন। তবে পরের বছর জাবেদের ইতালিয়ান বাবা মারা যান। বর্তমানে ইতালিতে বয়োজ্যেষ্ঠ মা নেরিনার সঙ্গে স্ত্রী-সন্তান নিয়ে বাস করছেন জাবেদ। পাশাপাশি শুটিংয়ের আন্তর্জাতিক বিচারক হিসেবে কাজ করছেন।
বিডি প্রতিদিন/ফারজানা