মুজিব অলিম্পিয়াডে তৃতীয় স্থান অর্জন করেছে হাসুমণি'র পাঠশালা নির্মিত গ্রাফিক চলচ্চিত্র 'খোকা যখন ছোট্ট ছিলেন।'
আজ বুধবার সকাল ১১টায় আইসিটি মন্ত্রণালয়ের বিসিসি অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে
মুজিব অলিম্পিয়াডের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
তিনশত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে সেরা দশে তৃতীয় স্থান অর্জন করে 'খোকা যখন ছোট্ট ছিলেন'
চলচ্চিত্রটি। পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত টিম।
টিমের সমন্বয়ক মোজাক্কের মাসুম হালিম, ডিরেক্টর সুদীপ্ত সাহা এবং চিত্রনাট্যকার সাজ্জাদ হোসেন।
পুরস্কার গ্রহণের মুহূর্তে ভার্চুয়ালি যুক্ত হয়েছিল হাসুমণি'র পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপি।
সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অন্যদিকে, বুধবার বিকাল ৫টায় পরিবাগের হাসুমণি'র পাঠশালার কার্যালয়ে চলচিত্র টিমকে ফুলেল শুভেচ্ছা জানান প্রযোজনা প্রতিষ্ঠান হাসুমণি'র পাঠশালার প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা হাসান আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত