বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ দ্বন্দ্বে নতুন মোড়। এবার নিপুণের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আবেদন করেছেন নায়ক জায়েদ খান। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় বৃহস্পতিবার দুপুরে এ আবেদন করা হয়েছে। রবিবার এ বিষয়ে শুনানি হতে পারে।
জায়েদ খানের আইনজীবী আহসানুল করিম জানান, ‘প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিপুণ সাধারণ সম্পাদক হিসেবে নিজেকে পরিচয় দিয়ে চেয়ারে বসছেন এবং কার্যক্রম চালাচ্ছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ কারণে জায়েদ খান আদালত অবমাননার মামলা করেছেন।’
গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচিত হন চিত্রনায়ক জায়েদ খান। নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে জায়েদের প্রার্থিতা বাতিল চেয়ে শিল্পী সমিতির আপিল বোর্ডে আবেদন করেন নিপুণ। ৫ ফেব্রুয়ারি জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। একই সঙ্গে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা দেন। নিপুণ এরইমধ্যে শপথও নিয়েছেন।
আপিল বোর্ডের চেয়ারম্যানের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন জায়েদ খান। ৭ ফেব্রুয়ারি আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেন নিপুণ। ৯ ফেব্রুয়ারি শুনানি শেষে হাইকোর্টের আদেশ স্থগিত করে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত। এ বিষয়ে রুলের শুনানি হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
বিডি প্রতিদিন/ফারজানা