গত রমজানে ২০টির বেশি ইসলামী সংগীত প্রকাশ করে আলোচনায় ছিলেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক অয়ন চাকলাদার। নিজের কণ্ঠে দপরানের পরান ছিলি'র মতো জনপ্রিয় গান যেমন রয়েছে, তেমনি অয়নে চাকলাদারের সুর সংগীতে রয়েছে ‘তোর মন পাড়ায়’ এর মতো অসংখ্য জনপ্রিয় গান।
এরপরও অনেকটাই নিভৃতচারী অয়ন চাকলাদার এবার গাইলেন সিলেচের চারণকবি সিরাজ উদ্দিনের গান। ইউটিউব চ্যানেল ‘অয়ন চাকলাদার কাভারস’ থেকে ঈদে গানটি প্রকাশিত হয়েছে।
মো. সিরাজউদ্দিনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অয়ন নিজেই। ‘আমি পারলাম না রে’ গানটির মিউজিক ভিডিওটি দৃশ্য ধারণ ও ভিডিও নির্মাণ করেছেন সময়ের জনপ্রিয় গায়ক ইমরান মাহমুদুল। সম্পাদনা ও রঙবিন্যাস করেছেন আরেক কণ্ঠশিল্পী তন্ময় মাহবুবুল।
অয়ন বলেন, ‘খুব আয়োজনের কাজ নয় এটি। সিরাজ উদ্দিনের কথাগুলো মনে গেঁথে গিয়েছিল। সেখান থেকেই গানটি তৈরি হয়। এরপর নিজেরা নিজেরা ভিডিও তৈরি করে অনেকটা হুট করেই ঈদে রিলিজ দেয়া। গানটি প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছি।’
এদিকে একাধিক বড় ব্যানারে অয়নের নিজের গাওয়া মিউজিক ভিডিও রয়েছে মুক্তির অপেক্ষায়। অয়নের সুর সংগীতে মুক্তির অপেক্ষায় ও নির্মাণাধীন রয়েছে ডজনখানেক গান।
বিডি প্রতিদিন/ফারজানা