বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। মা দিবসে মেয়ের সঙ্গে স্বামী নিক জোনাস ও নিজের ছবি পোস্ট করেছেন তিনি। মেয়ের নাম রেখেছেন মালতি মেরি। ইনস্টাগ্রামে ছবি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে গেছে। যদিও ছবিতে মেয়ের মুখ স্পষ্ট বোঝা যায়নি। মুখ ঢেকে দেওয়া হয়েছে হৃদয়ের ইমোটিকন দিয়ে।
সারোগেসির মাধ্যমে সন্তান জন্মের পরপরই মেয়েকে বাড়িতে আনতে পারেননি প্রিয়াঙ্কা-নিক জোনাস দম্পতি। ১০০ দিন মালতিকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। অবশেষে তাকে বাড়ি আনতে পেরে খুশি তারা।
মালতির খেয়াল রাখার জন্য চিকিৎসক-নার্সদের ধন্যবাদ দিয়েছেন প্রিয়াঙ্কা-নিক। তারা জানিয়েছেন, মেয়েকে বাড়িতে নিয়ে আসতে পেরে তারা খুবই আনন্দিত। মা দিবসে সকল মাকে ধন্যবাদ দিয়েছেন প্রিয়াঙ্কা।
মার্কিন সঙ্গীততারকা ও অভিনেতা নিককে ২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিয়ে করেন প্রিয়াঙ্কা। চলতি বছরের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তারা সন্তান জন্ম দেওয়ার ঘোষণা দেন।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
বিডি প্রতিদিন/ফারজানা