সাময়িক স্বস্তি কাপুর পরিবারে। জামিন পেলেন মাদককাণ্ডে আটক বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ভাই সিদ্ধান্ত কাপুর।
বেঙ্গালুরুর এক বিলাসবহুল হোটেলের পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছিল অভিনেতা শক্তি কাপুরের ছেলেকে। সেখানে উপস্থিত একশ’ জনের মধ্যে ৩৫ জন সন্দেহভাজনের নমুনা পরীক্ষা করার জন্য পাঠানো হয়। সিদ্ধান্ত-সহ চার জনের নমুনায় মাদক পাওয়া যায়। এর পরই পুলিশি হেফাজতে নেওয়া হয় তাদের।
জানা গেছে, রবিবার রাতেই সেই পার্টির জন্য মুম্বাই থেকে বেঙ্গালুরু রওনা দিয়েছিলেন সিদ্ধান্ত। সেখানে ডিস্ক জকি অর্থাৎ ডিজে হওয়ার ডাক পেয়েছিলেন তিনি।
পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, আটকদের মধ্যে কেউই কর্ণাটকের বাসিন্দা নন। তাদের মধ্যে তিনজন যদিও কয়েক মাস ধরে সেখানেই থাকছিলেন। চতুর্থ জন এসেছিলেন পাঞ্জাব থেকে। পঞ্চম ব্যক্তি অর্থাৎ সিদ্ধান্ত আসেন মুম্বাই থেকে।
ছেলে মাদক গ্রহণ করেছেন, এ কথা যদিও মানতে রাজি ছিলেন না শক্তি। সোমবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, “এটা অসম্ভব। আমার ছেলে মাদক নিতেই পারে না।”
তদন্তে যদিও অন্য রকম তথ্য উঠে এসেছে। পুলিশ সূত্রের খবর, সেই পার্টি থেকে সাতটি এমডিএমএ ট্যাবলেট এবং কয়েক প্যাকেট গাঁজা পাওয়া গেছে। পুলিশ হানা দেওয়ার পর সেগুলো সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু শেষমেশ তা করা যায়নি।
অভিযুক্তদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হয়েছে। পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার উপায় নেই জামিন পেয়েও। ডাক পড়লে হাজিরা দিতে হবে প্রত্যেককেই। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/কালাম