প্রযোজনা প্রতিষ্ঠান গানবাজের ব্যানারে প্রকাশিত হয়েছে কণ্ঠশিল্পী ইমন খানের পাখি সিরিজের নতুন গান 'পাখি খবর নিলি না'। তকবীর হোসেনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। অন্তর হাসানের পরিচালনায় গানের ভিডিওতে মডেল হয়েছেন রাব্বি ও সানজিতা জুঁই।
এটি ইমন খানের পাখি সিরিজের দশম গান। নিজের নতুন গান ও পাখি সিরিজ প্রসঙ্গে ইমন খান বলেন, ‘শ্রোতাদের পছন্দেই পাখি আর রূপা সিরিজের জন্ম। এই দুই সিরিজের গানগুলো শ্রোতারা দারুন পছন্দ করছে। পাশাপাশি প্রযোজকরাও এই সিরিজের গান করতে চান। পাখি খবর নিলি না গানটিও যথারীতি বিরহের গান। শ্রোতারা আমাকে যেভাবে চান- ঠিক সেরকমভাবেই তৈরি।’
আজও প্রতিরাতে জেগে থাকি তোমার আশায় দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে আবির্ভূত ইমন খান এখন নিয়মিত বিভিন্ন কোম্পানিতে কাজ করে যাচ্ছেন। তার গানগুলো শ্রোতারাও দারুনভাবে গ্রহণ করছেন।
বিডি প্রতিদিন/হিমেল