কান পাতলেই শোনা যাচ্ছে নতুন প্রেমে হাবুডুবু খাচ্ছেন জনপ্রিয় হলিউড অভিনেতা জনি ডেপ। গুঞ্জন ছড়িয়েছে, প্রভাবশালী এই অভিনেতা তারই আইনজীবী জোয়েল রিচের সঙ্গে প্রেম করছেন। খবর ইয়াহু এন্টারটেইনমেন্টের।
জানা গেছে, ২০১৮ সালে ডেপের রুজু করা এক মানহানির মামলা লড়েছিলেন জোয়েল। সেখান থেকেই দু‘জনের পরিচয়। এমনকি ডেপ-হার্ড মামলার শুনানির সময়ও উপস্থিত ছিলেন জোয়েল।
সাবেক স্ত্রী আম্বার হার্ডের মামলার রেশ কাটতে না কাটতেই নতুন প্রেম নিয়ে এখন প্রশ্ন উঠেছে- সত্যিই কি আইনজীবীর সঙ্গে প্রেম করছেন জনি ডেপ? যদিও এ নিয়ে কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
জোয়েল রিচের দুই সন্তান রয়েছে। তবে এখন স্বামীর সঙ্গে থাকেন না তিনি। তার ডিভোর্স প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। তার মধ্যেই ‘পাইরেটস অব দ্য ক্যারাবিয়ান’ খ্যাত জনি ডেপের সঙ্গে গুঞ্জনে জড়াল তার নাম।
বিডি-প্রতিদিন/শফিক