প্রায় ১০-১২ বছর পর আবারও মিউজিক ভিডিও নিয়ে আসলেন আলোচিত ফ্যাশন মডেল সাবরিনা জামান রিবা। মাঝখানে তিনি প্রচুর দেশি-বিদেশি ফ্যাশন শো ও র্যাম্প মডেলিং নিয়ে ব্যস্ত থাকলেও দীর্ঘ বিরতির পর কাজ করলেন মিউজিক ভিডিওতে ‘এ শহরে তুমিহীন’ শিরোনামের তারুণ্য হীরার এই গানটিতে মডেল হওয়ার পাশাপাশি কলকাতার প্রসেনজিৎ দাসের সাথে যৌথভাবে এটি পরিচালনাও করেছেন রিবা।
জানা গেছে, স্টুডিও মায়েস্ট্রোস এর প্রযোজনায় গানটির কথা ও সুর করেছেন শরীফ প্রবাহ ও তারুণ্য হীরা, মিউজিক অ্যারেঞ্জমেন্ট ও মিক্সিংয়ের কাজ করছেন খাইরুল ইসলাম দিপু। গানের মিউজিক ভিডিওতে সাবরিনা জামান রিবার সঙ্গে মডেল হয়েছেন ফররুখ আহমেদ রেহান। মিউজিক ভিডিওটি নিয়ে রিবা জানিয়েছেন, দীর্ঘদিন পর আবারও মিউজিক ভিডিওতে কাজ করলাম। মূলত আমরা কাছের কয়েকজন মিলে স্টুডিও মায়েস্ট্রোস নামের এই প্রডাকশন হাউজটি শুরু করেছি। সেখানে থেকেই ‘এ শহরে তুমিহীন’ মিউজিক ভিডিও করা হয়েছে। এই ব্যানারে এখন থেকে নিয়মিত ভালো মানের নতুন নতুন কাজ উপহার দেওয়া হবে।
পরিচালনার বিষয়ে তিনি আরও বলেন, শুটিং লোকেশন, কস্টিউম ও অন্যান্য এরেঞ্জমেন্টের দায়ভারটা আমার ঘাড়েই পড়েছিলো তাই একটা বাড়তি চিন্তা কাজ করছিলো নিজের ভেতর। এর উপরে অভিনয়ে মনোযোগ দিতে হচ্ছিলো বলে সব মিলিয়ে পুরোটা সময় একটা চ্যালেঞ্জের ভেতর ছিলাম। তবে ফাইনাল আউটপুটটি দেখে মনে হয়েছে যে এমন একটা চ্যালেঞ্জিং কাজ আমরা সফলতার সাথে করতে পেরেছি। আশা করি দর্শকরা আমাদের কাজ পছন্দ করবেন এবং আমাদের সামনে আরো এমন কাজ করার উৎসাহ জোগাবেন।গানটি সম্পর্কে তারুণ্য হীরা বলেন, ‘এ শহরে তুমিহীন’ আমাদের প্রায় প্রত্যেকটা মানুষের জীবনের হারিয়ে যাওয়া অতীতের গান। কারণে-অকারণে ভুল বোঝাবুঝিতে হারিয়ে ফেলা সম্পর্কগুলোকে কখনো বলা হয় না আমরা কতটা অনুভব করি তাঁদের না থাকাটাকে। এই গানে আমি সেই অনুভূতিটাকেই সুরে-ছন্দে বলার চেষ্টা করেছি। এই ব্যস্ত শহরে প্রতিদিন কত না গল্প হারিয়ে যায়। সাথে হারিয়ে যায় কিছু প্রিয় মুখ- যাদের হয়তো আর কখনো ফিরে পাওয়া যায় না। আর সেই হারানোর কষ্টে কেমন যেন হাজারো মুখের মাঝে মন খুঁজে বেড়ায় প্রিয় মানুষটির মুখ। এমন অনুভূতি থেকেই গানটি গাওয়া।
গানের শুটিংয়ের বিষয়ে তিনি বলেন, গানের দৃশ্যায়ন কলকাতায় হওয়াটা আমার জন্য ভীষণ আবেগঘন ঘটনা ছিল। কারণ, আমার কাছে কলকাতা শহরটাই পুরো উপমহাদেশের জন্যই একটি আবেগের তীর্থস্থান। আর, গানের মূলভাবের পুরো কৃতিত্ব আমি আসলে বন্ধুবর শরীফ প্রবাহ'কে দিতে চাইবো। কারণ এই উপলব্ধিটা ওর কাছ থেকেই প্রথমে এসেছে।
বিডি-প্রতিদিন/শফিক