যখন ইতিহাসের সাক্ষী হতে গোটা ভারত তাকিয়ে আছে দেশটির বহুল আকাঙ্ক্ষিত চন্দ্রাভিযানের দিকে। তখন এ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। এমনকি তার নামে থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কার্টুন শেয়ার করেছিলেন প্রকাশ। যেখানে এক ব্যক্তিকে বেঁকে গিয়ে পেয়ালায় চা ঢালতে দেখা গেছে। ক্যাপশনে হ্যাশট্যাগ #justasking লিখে তিনি লিখেছেন, ব্রেকিং নিউজ- বিক্রম লান্ডেরের পাঠানো চাঁদ থেকে পাঠানো প্রথম ছবি।
আর এতেই তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম। তার নিন্দায় মুখর হন অনেকে। কেউ লিখেছেন, এ সময়টা ব্যঙ্গ, বিদ্রূপ বা ভেদাভেদের নয়, বরং একসঙ্গে প্রার্থনা করার। এমনকি প্রকাশের বিরুদ্ধে কর্ণাটকের থানায় দায়ের করা হয়েছে অভিযোগ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, বাগালকোট জেলার বানাহাট্টি থানায় অভিনেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছে হিন্দু সংগঠনের কিছু সদস্য। আর এমন টুইট করে ঘৃণা ছড়ানোর জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এ প্রসঙ্গে অভিনেতা টুইটারে লিখেছেন, ঘৃণাভরা চোখ শুধু ঘৃণাই দেখতে পায়। আমি আর্মস্ট্রংয়ের সময়ের আমাদের কেরালার চা ওয়ালাদের জন্য একটা জোক রেফার করেছিলাম। কোন চা ওয়ালাকে নিন্দুকরা দেখতে পেলেন? আপনি যদি রসিকতা না নিতে পারেন, তাহলে আপনিই তো হাসির পাত্র। চিন্তাভাবনার পরিসর বাড়ান।
সূত্র : দ্য ওয়াল ও টাইমস অব ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/শফিক