চলতি আগস্টে বলিউডে মুক্তি পাওয়া ‘গদর ২’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছেন সানি দেওল। ইতোমধ্যেই ভারতে প্রায় ৫০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। বলিউডে যখন ‘গদর ২’ সিনেমার ঝড় বইছে, তখনই মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের ‘জওয়ান’। মাস খানেকের ব্যবধানে এই দুই তারকার ছবি মুক্তি পেতে চললেও তাদের মধ্যেকার সম্পর্কের ব্যবধানটা তার চেয়েও বেশি সময়ের। তবে ধারণা করা হচ্ছে, ‘গদর ২’ সিনেমার সাফল্য ঘুচিয়েছে সেই দূরত্ব।
১৯৯৩ সালে ‘ডর’ ছবিতে শেষবার তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। শোনা যায়, নবাগত শাহরুখের সামনে সেটে বার বার নাকি হেনস্থা করা হচ্ছিল সানিকে। মেনে নিতে পারেননি ধর্মেন্দ্র-পুত্র। প্রায় ১৬ বছর কথা বন্ধ ছিল দুই তারকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাক্তদের ‘আস্কএসআরকে’ সেশন করতে দেখা যায় শাহরুখকে। সেখানেই এক অনুরাগী তাকে জিজ্ঞেস করেন ‘গদর ২’ দেখেছেন আপনি?’ জবাবে শাহরুখ লেখেন, ‘হ্যাঁ, দারুণ লেগেছে।’
অনেকেরই ধারণা ছিল, ‘গদর ২’ মুক্তির পর যখন শাহরুখ সানির ছবি দেখলেন, তখন পুরনো তিক্ততা ভুলে ফের নিজেদের সম্পর্ক প্রীতিময় করার চেষ্টা করেছেন দুই অভিনেতা! তবে ঘটনাক্রম ঠিক তেমন নয়। আসলে, ‘গদর ২’ মুক্তির আগেই সানিকে ফোন করে শুভেচ্ছাবার্তা দেন বাদশা। সানির কথায়, ‘ছবিটা দেখার আগেই শাহরুখ আমাকে ফোন করেন। পরে আমায় জানান, ছবির সাফল্যে ভীষণ খুশি। আমায় ছবির সাফল্যের জন্য কৃতিত্ব দেন। আমিও ধন্যবাদ জানাই ওঁকে। শুধু শাহরুখ নয়, বেশ কিছু ক্ষণ ওঁর স্ত্রী গৌরীর সঙ্গেও কথা হয় আমার। বিভিন্ন বিষয়ে কথা বলি আমরা।’
তাই এখন প্রশ্ন উঠেছে সত্যিই কি ১৬ বছর পর বিবাদ মিটল সানি-শাহরুখের! উল্লেখ্য, ‘ডর’ ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন সানি এবং খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখকে। গতবাঁধা নিয়ম অনুযায়ী খলনায়কের চেয়ে নায়কের চরিত্রই সিনেমায় বেশি গ্ল্যামারাসভাবে দেখানো হয়। কিন্তু ‘ডর’ ছবির ক্ষেত্রে হয়েছিল উল্টোটাই। তখন থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়।
বিডি-প্রতিদিন/শফিক