জনপ্রিয় বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাই হচ্ছেন সাবেক ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের হিরো। জানা গেছে, রজনীকান্ত-কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত সিনেমাটি পরিচালনা করবেন। সর্বশেষ তথ্য অনুসারে, ডিসেম্বরে এটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। খবর বলিউড হাঙ্গামার।
মিড-ডে’র সর্বশেষ প্রতিবেদন অনুসারে, আয়ুষ্মান খুরানা ব্যক্তি জীবনে গাঙ্গুলির মতো একজন বাঁ-হাতি ব্যাটসম্যান এবং নির্মাতারা আত্মবিশ্বাসী যে তিনি ক্রিকেটারের মাঠের ব্যক্তিত্বকে সঠিকভাবে চিত্রিত করতে পারবেন। মাঠের বাইরে গাঙ্গুলির জীবন সম্পর্কে জানার জন্য অভিনেতাকে ব্যাপক প্রশিক্ষণও নিতে হবে।
সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ একটি সূত্র মিড-ডে’কে জানিয়েছেন, “আয়ুষ্মান আগামী মাসে মুম্বাইয়ে প্রশিক্ষণ শুরু করবেন। ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে। তার আগে চরিত্রটিতে প্রস্তুতি নিতে দুই মাসের বেশি সময় লাগবে।” সূত্রটি আরও জানিয়েছে যে গাঙ্গুলি ইতিমধ্যে আয়ুষ্মানের সঙ্গে দেখা করেছেন। দু’জনের মধ্যে বেশ আলাপ হয়েছে সিনেমাটির সম্পর্কে।
এর আগে সৌরভের বায়োপিকের খবর যখন প্রথমবার প্রকাশিত হয় তখন সৌরভ জানিয়েছিলেন যে নিজের বায়োপিকে তিনি রণবীর কাপুরকে দেখতে চান। তারপর থেকেই বড় পর্দায় সৌরভের ভূমিকায় রণবীর কাপুরের অভিনয়ের খবরের জল্পনা শুরু হয়।
প্রডাকশন হাউজের পক্ষ থেকে রণবীরকে বলা হয়েছিল সৌরভের ভূমিকায় অভিনয় করার জন্য। কিন্তু শুটিংয়ের ব্যস্ত শিডিউলের জন্য তিনি প্রজেক্টটি হাতে নেননি। এরপর হৃতিক রোশন থেকে ভিকি কৌশল, অনেকের নামই উঠে এসেছে সেই তালিকায়। অবশেষে আয়ুষ্মান খুরানাকেই নির্বাচিত করা হয়েছে চরিত্রটির জন্য। যদিও আয়ুষ্মান বা সৌরভের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি।
বিডি-প্রতিদিন/শফিক