২০২১ সালে আরিয়ান খানকে গ্রেফতারের ঘটনায় বিপাকে পড়ে খান পরিবার। মাদক মামলায় গ্রেফতার করা শাহরুখ-পুত্রকে। শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাকে। মাসখানেক হাজতবাস করেন আরিয়ান। গোটা ঘটনার কাণ্ডারি ছিলেন সেই সময় এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। এই ঘটনার পর কিছুটা সময় অন্তরালেই ছিল শাহরুখের পরিবার। হাজার প্রশ্ন ছিল শাহরুখের কাছে, তবে নীরব ছিলেন শাহরুখ।
অবশেষে ‘জওয়ান’-এর সংলাপের মাধ্যমেই বুকের জ্বালা মেটালেন তারকা! বহু অপেক্ষার পর ৩১ আগস্ট সামনে এসেছে ‘জওয়ান’-এর ট্রেলার। আর সেই ট্রেলারে শাহরুখের সংলাপ শুনে শুরু হয়েছে ফিসফাস। শাহরুখ ছবিতে বলছেন, ‘ছেলের গায়ে হাত দেওয়ার আগে বাবার সঙ্গে কথা বল।’ এই সংলাপ সমাজমাধ্যমের পাতায় রীতিমতো ভাইরাল। তবে কি ‘জওয়ান’-এর সংলাপেই সমীরকে বার্তা দিলেন শাহরুখ, জল্পনা চলছে নেটপাড়ায়। পাল্টা জবাব এল সমীরও।
আরিয়ানকে গ্রেফতার করেন সমীর। যদিও নির্দোষ প্রমাণিত হয়েছেন তারকা-পুত্র। তবে প্রাক্তন এনসিবি কর্তার জীবন বদলেছে এই ঘটনার পর। রাতারাতি ট্রান্সফার পদের অবনতি ঘটেছে। ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে সাবেক এই এনসিবি কর্তার নামে। এবার শাহরুখের এই সংলাপ প্রকাশ্যে আসার পরই, ‘ভয় পাই না’ পোস্ট সমীরের। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লেখেন, ‘আমি আগুনের স্বাদ গ্রহণ করেছি, ভস্মের মধ্যে নেচেছি। আমি কাউকেই ভয় পাই না।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক