দুই ভাইকে নিয়ে ভারতে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী হলিউডের জনপ্রিয় পপ তারকা নিক জোনাস। প্রথমবারের মত ভারতের মাটিতে স্টেজ পারফর্ম করতে আসা নিকের সঙ্গে দেখা যায়নি প্রিয়াঙ্কাকে।
মূলত মুম্বাইয়ে শুরু হয়েছে ‘লোলাপালুজা’র দ্বিতীয় সংস্করণের অনুষ্ঠান। যেটি গতকাল শনিবার থেকে শুরু হয়ে আজ রবিবার শেষ হবে। সেই অনুষ্ঠানেই শনিবার রাতে গান গেয়ে দর্শক মাতালেন ‘জোনাস ব্রাদার্স’।
এদিন ফ্লোরাল সুতি শার্ট ও বেইজ রংয়ের প্যান্ট পরে নিক ‘মান মেরি জান এক্স আফটারলাইফ’ গানটি গেয়েছেন। যে গানটি গত বছর তিনি ভারতীয় শিল্পী কিংয়ের সঙ্গে রেকর্ড করেছিলেন। মঞ্চে কিংয়ের সাথে নিক নাচতে নাচতে দর্শকদের জন্য গানটি গাইছিলেন। এসময় অধিকাংশ দর্শক তাকে জিজু (দুলাভাই) সম্বোধন করেন।
তবে নিকের ভারত সফরে এবার দেখা মেলেনি তার স্ত্রী ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের। পেশাগত দিক থেকে নিক জনপ্রিয় পপ তারকা হলেও ভারতীয়দের কাছে নিকের পরিচিতি ‘প্রিয়াঙ্কার স্বামী’ হিসেবেই।
বিডি-প্রতিদিন/শফিক