তনুশ্রী দত্তকে মনে আছে? ইমরান হাসমির সঙ্গে ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় তার সেই গানের কথা আপনার মনে আছে নিশ্চয়ই? এখনো ৪০ পেরোননি তনুশ্রী। তবে অভিনয় জগৎ থেকে তার বিদায় ঘটেছে বেশ কিছু বছর আগেই। এমনকি চেহারাতেও ঘটেছে আমূল পরিবর্তন। কী কারণে হঠাৎ করেই বলিউড থেকে হারিয়ে গিয়েছিলেন তনুশ্রী?
অভিনেত্রী সরাসরি আঙুল তুলেছেন, বলিউড মাফিয়াদের দিকে। নানা পাটেকরের বিরুদ্ধে মুখ খোলার পরেই নাকি তার জীবন হয়ে উঠেছে নরক– এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিলেন তিনি।
২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন, ২০০৯ সালের ‘হর্ন ওকে প্লিজ’ সিনেমার শুটিংয়ের সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পাটেকর। কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় #মিটুর ঝড়। একের পর এক নায়িকা, বলি প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পাটেকরের ক্ষেত্রে ব্যাপারটা খানিক অন্যরকম হয়ে দাঁড়ায়।
তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তার। তবে বাংলার সঙ্গে তার ছিল গভীর যোগ। বলিউড থেকে কার্যত হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী। ২০২০ সালে দেশে ফিরে আসেন তনুশ্রী। প্রকাশ্যেই জানান, ওই বলিউডের বড় নামদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি কর্মহীন।
এক পোস্টে তিনি লিখেছিলেন, আমি আমার ক্যারিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছি। মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে। সিনেমার অফারও পাচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে।
আজও কাজ সেভাবে মেলেনি তার। কাজের খোঁজে এই বাঙালি কন্যা।
বিডি প্রতিদিন/কেএ