সুসময়ে চরিত্রের পরীক্ষা হয় না। খারাপ কিংবা গড়পড়তা দিনগুলোতেই আমাদের চরিত্রের আসল পরীক্ষা হয়। গতকাল বাংলাদেশ দলের জন্য ভালো যায়নি। অনেক খেলোয়াড়ই শুরুটা ভালো করেছেন কিন্তু সেটির ধারাবাহিকতা রাখতে পারেননি, বোলাররাও শুরু থেকেই নিউজিল্যান্ডের মতো আঁটসাট বোলিং করতে পারেনি। সহজ একটা রান আউট মিস হয়ে গেছে। সাকিব ও মুশফিকের পার্টনারশিপটা যখন বড় হচ্ছিল তখনই অনাকাঙ্ক্ষিত রান আউটটা হল। এ তালিকায় চাইলে আরও কিছু যোগ করা যাবে।
তারপরও, নিউ জিল্যান্ডকে ম্যাচটি অনেক কষ্ট করে জিততে হয়েছে! তারপরও বাংলাদেশ শেষ পর্যন্ত লড়ে গেছে!তারপরও, ২৪৪ করেও বাংলাদেশ নিজেদেরকে খেলায় ধরে রেখেছে!
এ বিষয়গুলি দলটা সম্পর্কে অনেক কিছু বলে দেয়, বলে দেয় আমাদের গর্বিত হওয়ার কারন আছে, টুর্নামেন্টে বাংলাদেশের আশা আছে সেটাও বলে! চলুন খেলোয়াড়দের পাশে দাঁড়াই, এবং তাদের উজ্জীবিত করি। সুযোগ হাতছাড়া করায় একজন খেলোয়াড়কে ট্রোল করলে সেটি দলের কাজে আসবে না।
#বাংলাদেশ ক্রিকেট #ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৯
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা