১৫ জুলাই, ২০১৯ ০৯:২৪

'এমন শিশুতোষ সমাধান পাড়ার মাঠের শিশুরাও দেয় না'

তসলিমা নাসরিন

'এমন শিশুতোষ সমাধান পাড়ার মাঠের শিশুরাও দেয় না'

আই সি সি'র এ একটা ফালতু নিয়ম। খেলায় টাই হলে, ৬ বলের খেলা, তাতেও টাই হলে, যারা বেশি চার মেরেছে, তারা জিতবে। যারা বেশি চার মেরেছে, তারা জিতবে, এমন শিশুতোষ সমাধান পাড়ার মাঠের শিশুরাও দেয় না।

কেন, ৬ বলের খেলাতেও টাই হলে, আবার ৬ বলের খেলা খেলতে বলো। কাল, সত্যি কথা বলতে, ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ড আর নিউজিল্যান্ড দুই দলই জিতেছে। এমন চমৎকার ফাইনাল আমি এই প্রথম দেখলাম। এ অনেকটা অরোরা বরেলিস দেখার মতো, ওয়ান্স ইন এ লাইফটাইম অভিজ্ঞতা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/ফারজানা

সর্বশেষ খবর