আমার প্রথম ছবি থেকে পিছনে তাকাতে হয়নি। বাম্পারহিট। সুপার সুপার হিট। সুপারহিট সব ছবি আমি পেয়েছি।
আজকে আমি স্মরণ করছি আমার সাথে যারা কাজ করেছে মানে নায়িকা। মুক্তি, জিনাত, লিমা, মৌসুমী , নিশি, শাহনাজ, সোনিয়া, চম্পা, শিল্পী, অঞ্জু ঘোষ, ঋতুপর্ণা, শাবনুর, পপি, রেসীসহ আরো অনেকে।
আল্লাহর রহমতে নায়িকার দিকে তাকাতে হয়নি আমাকে কোনদিন। আজ একজন ছাড়া সবাইকে মিস করি। কিন্তু দু'একজনের সাথে কথা হয় দেখা হয়।
এই চলচ্চিত্র আমাকে অনেক কিছু দিয়েছে, তার চেয়ে বেশি দিয়েছে দর্শক। আল্লাহ সবাইকে ভাল রাখুক।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা