গ্রহ-নক্ষত্রকে যারা নিয়মিত পর্যবেক্ষণে রাখেন তাদের জন্য আগামীকাল শুক্রবারের রাতটি অন্য রাতগুলো থেকে আলাদা ও বৈচিত্রময়। ওই রাতে দেখা যাবে বিরল মহাজাগতিক দৃশ্য। পৃথিবীর সঙ্গে ভাব বিনিময় করতে চাঁদ চলে আসবে পৃথিবীর অনেক কাছে। স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় ১৫ গুন বড় দেখাবে চাঁদ মামাকে! হ্যা, আগামীকাল ৩১ জানুয়ারি হবে সেই 'সুপার মুন'।
চাঁদ যখন এভাবে পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন সেই চাঁদকে ইউরোপে বলা হয় সুপারমুন। অনুসূরের কারণে চাঁদ ও পৃথিবীর দূরত্ব মাঝেমধ্যেই কমে যায়। তাহলে কেনই বা আলাদা করে দেখা হচ্ছে সুপারমুনকে? কারণতো অবশ্যই আছে। ২০১১ সালের সুপার মুনের রাতেই ইংল্যাণ্ডের সাগরে হঠাৎ করে ডুবে যায় পাঁচটি জাহাজ। সেই রাতে পৃথিবী আর চাঁদের মধ্যেকার দূরত্ব কমে দাঁডিয়েছিল ৩ লক্ষ ৫৬ হাজার ৭৭০ কিলোমিটার। বিজ্ঞানীদের একাংশের দাবি, সূর্য কাছে আসার কারণেই প্রবল জোয়ারের টানে ওই রাতে ডুবে যায় জাহাজগুলো।
এবারও জাহাজডুবির ঘটনা আশঙ্কা পুরোপুরি খারিজ করে দিচ্ছেন না বিজ্ঞানীরা। এর আগে ২০১৩ সালের ২৩ জুন শেষ সুপারমুন দেখেছিলেন পৃথিবীবাসী। তবে এবার ৩১ জানুয়ারি অমাবস্যার কারণে খালি চোখে দেখা যাবে না এই দৃশ্য। - সংবাদ সংস্থা।