১০০ দিন কেটে গেল মহাকাশে সফলভাবে কাজ করছে ইসরোর মঙ্গলযান। এটি প্রথমবার ভারতের তৈরি কোনও যান যা মঙ্গল অভিযানের জন্য পাঠানো হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় মঙ্গলযানটি।
বেঙ্গালুরুর কাছে ব্যালালুতে ইসরোর স্টেশন থেকে সমানে নজরদারি চালানো হচ্ছে। ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, যানটির পেলোডগুলি সুস্থ ও স্বাভাবিক আছে। আর ঠিকঠাক তথ্যও পাওয়া যাচ্ছে। আগামী ২১০ দিনে ৪৯০ লক্ষ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করার পর ২৪ সেপ্টেম্বর লাল গ্রহের কক্ষপথে ঢুকবে মঙ্গলযান।
মঙ্গলের কক্ষপথে পৌঁছতে ৬৮০ লক্ষ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে ভারতীয় এই যানকে। এ পর্যন্ত ১৯০ লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করেছে মঙ্গলযান।