নিজ কর্মক্ষেত্রের বাইরে মার্কিনীদের জ্ঞানের দৌড় নিয়ে প্রশ্ন আছে অনেক। তবে সেই দৌড়ের গতিটা যে কতটা কম তা সম্প্রতি এক জরিপে বেরিয়ে এসেছে। জরিপের ফলাফল দেখে আতকে উঠেছেন গবেষকরা। তারা এটাকে বেশ চাঞ্চল্যকর হিসেবেই ধরে নিচ্ছেন।
গবেষণায় দেখা গেছে, বিশ্বের সবচেয়ে সমৃদ্ধশালী দেশটির ২৫ শতাংশ মানুষই জানেন না পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। আমেরিকার মত একটি দেশের জনগণের জন্য এই অজ্ঞতার বিষয়টি উদ্বেগ জনক বলেই মনে করছেন বিশ্লেষকরা।
জরিপ পরিচালনা করা হয় আমেরিকার জাতীয় বিজ্ঞান ফাউন্ডেশনের অধীনে। সম্পূর্ণ জরিপে অংশ নেন মোট ২,২০০ জন মার্কিন নাগরিক। জরিপে অংশ নেওয়া এসব মানুষকে দুইটি বিষয়ে প্রশ্ন করা হয়। প্রথমত তাদের কাছে পৃথিবী এবং সূর্যের একে অপরকে কেন্দ্র করে ঘূর্ণন বিষয়ে জানতে চাওয়া হয়। পরে জানতে চাওয়া হয় মানব সৃষ্টির আদি ইতিহাস সম্পর্কে।
দুটি প্রশ্নের উত্তরের ক্ষেত্রেই জরিপে অংশ নেওয়া মার্কিনীদের কাছ থেকে যে উত্তর আসে তাতে হতবাক হয়ে যান গবেষকরা। মাত্র ৬ দশমিক ৫ শতাংশ মানুষ সঠিক উত্তর দিতে সক্ষম হন। বাকিরা হয় ভুল দিয়েছেন অথবা জানেন না বলে জানিয়েছেন।
জরিপে অংশ নেওয়া মার্কিনীদের মাত্র ৪৮ শতাংশ মানুষ জানেন যে, মানুষের আদি সৃষ্টি বানর গোত্র থেকে। বাকিরা জানেনই না মানুষের আদি গোত্র কী ছিল। এছাড়া সম্পূর্ণ জরিপের চার ভাগের এক ভাগ মানুষ জানেন না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে।
এর আগে এরকম জরিপ ২০০৪, ২০০৬, ২০০৮, ২০১০, ২০১২ সালে করা হয়েছিল। ২০০৪ সালের ফলাফল ছিল আরও হতাশা জনক। সে সময় ৬২ শতাংশ মানুষই জানতেন না পৃথিবী এবং সূর্যের পরিক্রমণের বিষয়ে।
ঘটনা যাই হোক, বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক এবং প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে থাকা দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষদের মহাকাশ এবং নিজেদের উৎপত্তির ইতিহাস বিষয়ে ধারণার এই হাল দেখে অবাক হয়েছেন সবাই। সূত্র: ডেইলি মেইল