গাড়ি চালাতে চালাতে চালকের চোখ পড়লো রাস্তায় দাঁড়িয়ে থাকা এক সুন্দরীর দিকে। মেয়েটিকে দেখতে দেখতে গাড়ির চাকা পড়লো গর্তে। কিন্তু গাড়ি যদি নিজেই নিজেকে চালিয়ে নেয় তাহলে কি ঘটতো এমন দুর্ঘটনা? আষাঢ়ে গল্প বলে মনে হচ্ছে তো? তাহেল আসুন খোলাসা করেই বলা যাক, তাহলে কেটে যাবে মনের বিভ্রান্তি।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত মোটর শোতেই দেখা মিলেছে প্রযুক্তির সবচেয়ে আধুনিক এই গাড়ির। গত ৬ মার্চ থেকে শুরু হয়েছে এই মোটর বাইক প্রদর্শনী। এটি চলবে ১৬ মার্চ পর্যন্ত।
গবেষকরা জানিয়েছেন, আগামী কয়েক বছরের মধ্যেই বাজারের প্রত্যেকটি শোরুমেই দেখা মিলবে বিভিন্ন ব্যান্ডের এমন স্বয়ংক্রিয় গাড়ির। আর এতে করে সুবিধা হয়ে গেল এভাবে যে, মোবাইল ফোনে কথা বলতে বলতে বা খেলা দেখার সময় রাস্তায় চোখ রাখতে না পারলেও গাড়িই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে।
এবারের মোটর শোতে বিলাসবহুল থেকে ভবিষ্যৎ প্রজন্মের অনেক গাড়ির দেখা মিলবে। এসব গাড়ির নকশা দেখে মনে হবে বৈজ্ঞানিক কল্পকাহিনী থেকে উঠে আসা কোনো গাড়ির ধারণা, কিন্তু গাড়ির ভবিষ্যৎ বলতে এগুলোই। জার্মান নকশা নির্মাতা প্রতিষ্ঠান ইডিএজি 'জেনেসিস' নামের এমনই একটি কনসেপ্ট কার দেখিয়েছে যাতে গাড়িতে নতুন ধরনের কাঠামো ব্যবহার করা হয়েছে। ইডিজিএ তাদের কনসেপ্ট কার তৈরিতে ব্যবহার করেছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি। মেলায় টয়োটা, পিগট, ফেরারি, ভক্সওয়াগেনের সর্বশেষ সংস্করণের গাড়ির দেখা মিলছে।