সৌর জগতের শেষ প্রান্তে রয়েছে প্লুটো । যা আমাদের সৌরজগতের শেষ সীমানা বলে ধরা হতো। কিন্তু দুইজন বিজ্ঞানী এবার প্লুটোর পরে একটি বরফ শীতল বামন গ্রহ খুঁজে পেয়েছেন। তারা Nature কে জানিয়েছেন এ বামন গ্রহের ঠিক পরেই একটা বেশ বড় আকৃতির গ্রহ সৌর জগতের সীমানার ঠিক বাইরেই অবস্থান করছে! কিন্তু সেই গ্রহটিরই যে এখন পর্যন্ত কোন দেখা নেই!
নতুন এ বামন গ্রহের নাম দেয়া হয়েছে 2012 VP113 বা Biden। এ তথ্য দিয়েছে 'ন্যাশনাল জিওগ্রাফিক'। এর অবস্থান সূর্য থেকে ৮ লাখ মাইল দূরে। এর একটি কক্ষপথ আছে যেটা কোন একটি রহস্যময় ও অজ্ঞাত গ্রহ দ্বারা প্রভাবিত। এ অজ্ঞাত গ্রহটি আমাদের পৃথিবী অপেক্ষা দুই থেকে দশ গুণ বেশি ভারি।
শুধু তাই নয়, আজ থেকে ১০ বছর আগে Sedna নামে একটি বামন গ্রহ সদৃশ মহাজাগতিক বস্তু আবিষ্কৃত হয়েছিল। বিজ্ঞানীদের অনুমান, এর কক্ষপথটিও সেই অজ্ঞাত গ্রহের প্রভাবে কিছুটা লম্বাটে বা টান টান হয়ে গেছে। সব দিক বিবেচনায়, 2012 VP113 বামন গ্রহ ও Sedna নামের এ মহাজাগতিক বস্তুর সৌর জগতের বর্তমান অবস্থানে থাকার কথাই নয়। তাইওয়ানের Academia Sinica র জ্যোতির্বিজ্ঞানী মেগান সোয়াম্ব অন্তত এরকমটাই মনে করেন। তার মতে, এ দুটি মহাজাগতিক বস্তুর উপস্থিতি সৌর জগতে অনাবিষ্কৃত কোন গ্রহের দিকেই নির্দেশ করছে।