পৃথিবীর চাইতে কয়েকশোগুণ বড় গর্ত দেখতে পাওয়া গেলো সূর্যের বুকে। বছরে প্রথম দিনেই এই বিশাল 'করোনাল হোল'- এর ছবি তোলে নাসার মহাকাশযান সোলার ডাইনামিকস অবজারভেটরি।
এতে থাকা Atmospheric Imaging Assembly যন্ত্রে তোলা ছবিতে দেখা যায়, গর্তটি অনিয়মিত আকৃতির। সর্বোচ্চ ৪ লক্ষ কিলোমিটার প্রস্থের এই গর্তের মোট ক্ষেত্রফল হলো পৃথিবীর মোটামুটি ৪১০ গুণ বড়।
সূর্যের বুকে সর্বপ্রথম করোনাল হোল দেখা যায় ১৯৭০ সালে। তখনও নাসার বিজ্ঞানীরাই একে প্রথম শনাক্ত করেন। তবে প্রচলিত গর্ত বলতে যা বোঝায় সূর্যের গর্ত না নয়। সূর্যপৃষ্ঠে যেখানে ম্যাগনেটিক ফিল্ড বাইরের দিকে বর্ধিত, সেখানকার প্রচন্ড ঠাণ্ডা অংশকে গর্তের মতো দেখা যায়। প্রায় পাঁচ বছরের মতো এসব গর্ত থাকে। এরপর আবার তা মিলিয়ে যায়।
বিডি-প্রতিদিন/০৮ জানুয়ারি ২০১৫/রাসেল/ আহমেদ