চলতি বছর আস্তে ঘুরবে পৃথিবী! আর সেজন্যে চলতি বছর এক সেকেন্ড বড় হতে যাচ্ছে। দ্য মিররে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, প্যারিসের ইন্টারন্যাশনাল আর্থ রোটেশন সার্ভিসের বিজ্ঞানীরা মনে করছেন এই লিপ সেকেন্ড যোগ হবে ৩০ জুন। আর বিজ্ঞানীদের আশঙ্কা, ওই সময় ক্রাশ হতে পারে বিশ্বের সব ইন্টারনেট সাইটগুলো।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর আহ্নিক গতি প্রতিদিন সেকেন্ডে দুই হাজার ভাগ কমে যাচ্ছে। ২০১২ সালে লিপ সেকেন্ড যুক্ত হওয়ার সময় মজিলা, রেডিট, লিঙ্কডিনের মতো সাইটগুলো ক্রাশ করেছিল। ইউএস নেভাল অবজারভেটরির বিজ্ঞানী নিক স্টামাটাকোস জানিয়েছেন, এই বাড়তি সেকেন্ড অ্যাটমিক ঘড়ির সঙ্গে যোগ হওয়ার ফলে ৩০ জুন ৮৬ হাজার চারশ সেকেন্ডের বদলে হবে ৮৬ হাজার চারশ এক সেকেন্ড। এজন্য গুগল নিয়ে এসেছে লিপ স্মিয়ার সিস্টেম। যা লিপ সেকেন্ডে আসার অনেক আগেই ধীরে ধীরে সিস্টেমের ঘড়ির সঙ্গে মিলিসেকেন্ড যোগ করবে। ফলে সময়ের হেরফের বোঝা যাবে না।
বিডি-প্রতিদিন/ ০৮ জানুয়ারি, ২০১৫/ রোকেয়া।