জাপানে ‘ম্যাঙ্গা’ আর ‘এনিমে’ নামের কমিক্সধর্মী কার্টুনের বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে। এটি এখন বড় ধরনের এক শিল্পে পরিণত হয়েছে। গত বছর জাপানের খারাপ অর্থনীতি সত্ত্বেও দেশটিতে সাড়ে ৩০০ কোটি ডলারেরও বেশি ব্যবসা হয়েছে।
জাপানি কমিক্স কার্টুনগুলোতে আপত্তিকর দৃশ্যও ফাঁকে ফাঁকে চোখে পড়ে। বিশেষ করে যৌন দৃশ্যগুলোতে শিশু চরিত্র দেখানোর প্রবণতা লক্ষ্য করা যায়। এ নিয়ে বিতর্ক ও সমালোচনা দুই-ই রয়েছে। তাই নিষিদ্ধের দাবি উঠলে বাস্তবে কিছু হচ্ছে না।
সম্প্রতি জাপানের কমিক্স কার্টুন নিয়ে বিবিসি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসির সাংবাদিক জেমস ফ্লেচার টোকিও ঘুরে প্রতিবেদনটি তৈরি করেন। সেখানে দেশটিতে এই শিল্পের প্রতি জাপানি জনগণের বিশেষ মনোযোগের বিষয়টি তুলে ধরা হয়েছে।
জাপানে ২০১৪ সালে ‘আসল’ শিশু পর্নোগ্রাফির ছবি রাখা, বিতরণ বা তৈরি করা নিষিদ্ধ করে আইন করা হয় পার্লামেন্টে। সে সময় এই ম্যাঙ্গা বা এনিমেতেও ১৮ বছরের কম বয়স্ক চরিত্র রাখা নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু দীর্ঘ বিতর্কের পর জাপানি পার্লামেন্ট এ ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নেয়।
কমিক্স কার্টুনে যৌনতা নিষিদ্ধ না হওয়ায় এ নিয়ে এর প্রেক্ষিতে ব্যাপক সমালোচনা হয়েছে। সমালোচকদের অভিযোগ, এতে জাপানি সমাজে নারীপুরুষ নির্বিশেষে অল্পবয়সীদের ‘যৌন বস্তু’ হিসেবে দেখার মানসিকতারই প্রতিফলন ঘটছে যা আসল উদ্বেগের কারণ।
বিডি-প্রতিদিন/ ১১ জানুয়ারি ২০১৫/শরীফ