কাজাকিস্তানে প্রায় ১ লাখ ২০ হাজার বিরল প্রজাতির হরিণ রহস্যজনকভাবে মারা গেছে। প্রতিবেশি রাশিয়া ও মঙ্গোলিয়া থেকে স্থল পথে অজানা ভাইরাসেই এ প্রাণীর মৃত্যুর কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লন্ডনের রয়্যাল ভেটেনারি কলেজের অধ্যাপক রিচার্ড কক বলেন, কাজাকিস্তানে অধিকাংশ হরিণ জাতীয় প্রাণীর মৃত্যু হয়েছে অজানা এক ভাইরাস থেকে। এই প্রাণীর মৃত্যু রহস্য বের করার জন্য দেশটির আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।
এদিকে, এই বিপর্যয়ের ফলে বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ হরিণ হ্রাস পেল বলে জানিয়েছে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি। সংস্থাটির বিশেষজ্ঞ স্টিফেন জুথার বলেন, এ বিপর্যয়ের ফলে প্রাণীকূল ও পরিবেশ নেতিবাচক প্রভাব ফেলবে।
অপরদিকে, কাজাকিস্তানের প্রধানমন্ত্রী করিম মাসিমভ বিশেষজ্ঞদের কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। এ ছাড়া আর্ন্তজাতিক বিশেষজ্ঞদেরও এ মৃত্যুর রহস্য বের করতে তিনি আহ্বান জানান।
প্রাণী বিশেষজ্ঞদের মতে, কাজাকিস্তানের প্রাণী বিপর্যয়ের ক্ষতি পুষিয়ে তুলতে কয়েক দশক লাগবে বন বিভাগের।
বিডি-প্রতিদিন/ ৩১ মে, ২০১৫/ রশিদা