আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শত কোটি জনের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করি না নিঃস্ব’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পৃথক বাণী দিয়েছেন। এছাড়া জাতিসংঘ মহাসচিব বান কি মুনও বাণী দিয়েছেন।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, বাংলাদেশ উন্নয়নের এক অনন্য পরিক্রমা অনুসরণ করছে। রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে তার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমরা নতুন প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে পরিবেশ অনুকূল উপায় পরিকল্পনা গ্রহণ করেছি। প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সুষম উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।
কর্মসূচি: বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আগারগাঁও বনভবনের সম্মেলন কক্ষে কয়েকটি পরিবেশবাদী সংগঠন যৌথভাবে আলোচনা সভার আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. রইচউল আলম। জাগো ফাউন্ডেশন ইয়ুথ উইং ভলান্টিয়ার ফর বাংলাদেশ এবং বেক্সিমকো ফার্মা ১৬ কোটি মানুষ, এক দেশ, সম্পদের সচেতন ব্যবহার স্লোগানে আজ সকাল ৭টায় সাইকেল র্যালি করবে মানিক মিয়া এভিনিউ থেকে। এই র্যালি শেষ হবে শুলশান ট্যাংক পার্কে।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের যৌথ উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসআরইপিবি মিলনায়তনে সকাল ১১টায় অর্থনৈতিক উন্নয়ন: পরিবেশ বিপর্যয়: উত্তরণে করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/০৫ জুন, ২০১৫/মাহবুব