শিরোনাম
২৭ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৫০

সার্ফিং বোর্ডে কুকুরের প্রতিযোগিতা!

অনলাইন ডেস্ক

সার্ফিং বোর্ডে কুকুরের প্রতিযোগিতা!

শুনতে অবাক হলেও সত্যি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হান্টিংটন সৈকতে সার্ফিং বোর্ডে কুকুরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ডগ সার্ফং প্রতিযোগিতার দ্বাদশ আয়োজন এটি। এবারে অংশ নিয়েছে ৪০টি কুকুর।

পোষা কুকুরগুলোর মালিকদের উপস্থিতিতে সার্ফিং সিটি-সার্ফিং ডগ নামের আয়োজনে অংশ নেওয়া কুকুরগুলোকে পিছনে ফেলে পুরষ্কার জিতে নিয়েছে ‘ডার্বি’ নামের এক পোষা কুকুর।

প্রতিযোগিতায় অংশ নেয়া একটি কুকুরের মালিক জানালেন, তার কুকুর চার্লি খুবই এক্সাইটেড। সার্ফিং করতে নাকি ও সবচেয়ে পছন্দ করে। আসার সময় সার্ফিং বোর্ড দেখা মাত্রই ও ডাকাডাকি শুরু করে দিয়েছিল বলেও জানালেন তিনি।

দীর্ঘদিনের প্রশিক্ষণে কুকুরগুলো রপ্ত করেছে সার্ফিংয়ের খুটিনাটি। সংশ্লিষ্ট প্রশাসনের ছাড়পত্র মিললেই পোষা প্রাণীগুলো পায় প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। অনেকে বলছেন, কুকুরগুলো মানুষের চেয়েও ভালো ক্রীড়াবিদ। শুধু তাদেরকে ঠিকমত প্রশিক্ষণ করাতে হবে।

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর