বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ১৯৭৫ সালের মতো আবারও বাকশাল প্রতিষ্ঠা করতে চাইছে। অক্টোপাসের মতো সরকার চারদিক থেকে গণতন্ত্রের গলাটিপে হত্যা করছে। গণতন্ত্র আর্তনাদ করছে। কোনো কিছু লেখা যায় না, বলা যায় না। মানুষ বুক ভরে শ্বাস নেওয়ার অপেক্ষা করছে। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের '৮ম কারাবন্দী দিবস' উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে। সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। তারেক রহমানকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বলে আখ্যা দেন বিএনপির মুখপাত্র। তিনি বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র রক্ষায় নেতা-কর্মীদের আন্দোলনে প্রস্তুত হতে হবে। এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, অধ্যাপক মোস্তাহিদুর রহমান, অধ্যাপক আবদুল গণি, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন আলম, আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা, ওবায়দুল হক নাসির প্রমুখ বক্তব্য রাখেন। মির্জা ফখরুল বলেন, বিগত ৫ জানুয়ারি তামাশার নির্বাচনের আগে আওয়ামী লীগ বলেছিল, এটি সাংবিধানিক বাধ্যবাধকতা রক্ষার নির্বাচন। তারা পাঁচ বছর ক্ষমতায় থাকবে। গায়ের জোরে ক্ষমতায় থাকা যায় না।
উপজেলা নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে পুরোপুরি বর্জন করেছে। তারপরও তারা দেয়ালের লিখন পড়তে পারছে না। তিনি বলেন, সরকার তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলাও এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। বরং একটি মামলায় তিনি খালাস পেয়েছেন। অন্যদিকে খালাস পাওয়া মামলার বিচারককে হয়রানি করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিস পাঠানো হয়েছে বলে অভিযোগ করেন বিএনপির মুখপাত্র।