পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন তেহরিক-ই ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান এবং চলমান আন্দোলনের প্রধান নেতা ইমরান খান। একইভাবে সম্মতি দিয়েছেন আন্দোলনের অন্য নেতা এবং পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি নেতা ড. তাহিরুল কাদরি। রাজনৈতিক সমঝোতার এ উদ্যোগে আশার আলো দেখছেন পাকিস্তানিরা।
পাকিস্তানের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটির বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ‘গ্র্যান্ড অপজিশন জিরগা’ যার প্রধান হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক। তিনি জানিয়েছেন, গতকাল বিকালে পিপিপি সিনেটর রেহমান মালিকের বাসায় পিটিআই এবং পিএটির নেতাদের সঙ্গে আলোচনায় বসেছে জিরগা। সিরাজুল হক জানান, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এরই মধ্যে ইমরান ও কাদরির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। ইমরান আলোচনায় বসতে রাজি হয়েছেন, তবে তার অর্থ এই নয় যে, তারা দুর্বল হয়ে পড়েছেন কিংবা তাদের আন্দোলন কর্মসূচি থেকে পিছিয়ে গেছেন। তিনি মন্তব্য করেন, এখন সৌজন্যতা দেখিয়ে সরকারের উচিত পিটিআই এবং পিএটির আটক নেতা-কর্মীদের মুক্তি দেওয়া। এর আগে গতকাল পাকিস্তানের জাতীয় সংসদে দুই কক্ষের যৌথ অধিবেশনে বেশির ভাগ বিরোধী দল প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি সমর্থন দিয়েছে এবং ইমরান খান ও তাহিরুল কাদরির চলমান আন্দোলনের তীব্র সমালোচনা করেছেন। কেউ কেউ বলেছেন, চলমান আন্দোলন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। এদিকে পাকিস্তানের সর্বোচ্চ আদালত দেশটির রাজনৈতিক দলগুলোর প্রধানদের কাছে বর্তমান সংকট থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় তা জানাতে নির্দেশ দিয়েছেন। এদিকে পাকিস্তানের চলমান আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। এর মধ্যে ৪৫ জনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআইর চেয়ারম্যান ইমরান খান। রাজধানী ইসলামাবাদের রেড জোনে পিটিআই কর্মীদের আজাদী মার্চের ১৯তম দিনে অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ অভিযোগ করেন।
ইমরান খান বলেন, সংসদে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়েছে এবং তারা জানিয়েছে দেশে স্বচ্ছ গণতন্ত্র বিরাজ করছে। কিন্তু তাদের বিরুদ্ধে গত নির্বাচনে ভোটকারচুপির অভিযোগ আছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজেই এ কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। এ কারণেই জনমানুষের দাবি সত্ত্বেও তিনি এর সুষ্ঠু তদন্ত করছেন না।
পার্লামেন্ট থেকে পিটিআই সভাপতির পদত্যাগ : পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সভাপতি মাকদুম জাভেদ দেশটির পার্লামেন্ট (ন্যাশনাল অ্যাসেম্বলি) সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার দেশটির জাতীয় সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতাকালে তিনি বলেন, আগামী অ্যাসেম্বলি অধিবেশনে আমি যোগদান করব কি-না সে বিষয়ে আমি নিশ্চিত নয়। আমি দলের চাপে নয় নিজের সিদ্ধান্তেই এ পদ থেকে পদত্যাগ করছি। ডন, এএফপি
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
পাকিস্তানে আশার আলো সংলাপে রাজি ইমরান
সমস্যা সমাধানে নেতাদের পরামর্শ চান সুপ্রিমকোর্ট
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর