পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন তেহরিক-ই ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান এবং চলমান আন্দোলনের প্রধান নেতা ইমরান খান। একইভাবে সম্মতি দিয়েছেন আন্দোলনের অন্য নেতা এবং পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি নেতা ড. তাহিরুল কাদরি। রাজনৈতিক সমঝোতার এ উদ্যোগে আশার আলো দেখছেন পাকিস্তানিরা।
পাকিস্তানের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটির বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ‘গ্র্যান্ড অপজিশন জিরগা’ যার প্রধান হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক। তিনি জানিয়েছেন, গতকাল বিকালে পিপিপি সিনেটর রেহমান মালিকের বাসায় পিটিআই এবং পিএটির নেতাদের সঙ্গে আলোচনায় বসেছে জিরগা। সিরাজুল হক জানান, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এরই মধ্যে ইমরান ও কাদরির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। ইমরান আলোচনায় বসতে রাজি হয়েছেন, তবে তার অর্থ এই নয় যে, তারা দুর্বল হয়ে পড়েছেন কিংবা তাদের আন্দোলন কর্মসূচি থেকে পিছিয়ে গেছেন। তিনি মন্তব্য করেন, এখন সৌজন্যতা দেখিয়ে সরকারের উচিত পিটিআই এবং পিএটির আটক নেতা-কর্মীদের মুক্তি দেওয়া। এর আগে গতকাল পাকিস্তানের জাতীয় সংসদে দুই কক্ষের যৌথ অধিবেশনে বেশির ভাগ বিরোধী দল প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি সমর্থন দিয়েছে এবং ইমরান খান ও তাহিরুল কাদরির চলমান আন্দোলনের তীব্র সমালোচনা করেছেন। কেউ কেউ বলেছেন, চলমান আন্দোলন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। এদিকে পাকিস্তানের সর্বোচ্চ আদালত দেশটির রাজনৈতিক দলগুলোর প্রধানদের কাছে বর্তমান সংকট থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় তা জানাতে নির্দেশ দিয়েছেন। এদিকে পাকিস্তানের চলমান আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। এর মধ্যে ৪৫ জনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআইর চেয়ারম্যান ইমরান খান। রাজধানী ইসলামাবাদের রেড জোনে পিটিআই কর্মীদের আজাদী মার্চের ১৯তম দিনে অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ অভিযোগ করেন।
ইমরান খান বলেন, সংসদে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়েছে এবং তারা জানিয়েছে দেশে স্বচ্ছ গণতন্ত্র বিরাজ করছে। কিন্তু তাদের বিরুদ্ধে গত নির্বাচনে ভোটকারচুপির অভিযোগ আছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজেই এ কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। এ কারণেই জনমানুষের দাবি সত্ত্বেও তিনি এর সুষ্ঠু তদন্ত করছেন না।
পার্লামেন্ট থেকে পিটিআই সভাপতির পদত্যাগ : পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সভাপতি মাকদুম জাভেদ দেশটির পার্লামেন্ট (ন্যাশনাল অ্যাসেম্বলি) সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার দেশটির জাতীয় সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতাকালে তিনি বলেন, আগামী অ্যাসেম্বলি অধিবেশনে আমি যোগদান করব কি-না সে বিষয়ে আমি নিশ্চিত নয়। আমি দলের চাপে নয় নিজের সিদ্ধান্তেই এ পদ থেকে পদত্যাগ করছি। ডন, এএফপি
শিরোনাম
- আমি আসলে খুব কষ্ট পাচ্ছি : শেখ হাসিনার আইনজীবী
- বাংলাদেশ প্রতিদিনের খবরে সেই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু
- শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সব সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮৮ মামলা
- শাবিপ্রবিতে স্টুডেন্ট রাইটস ফোরামের ফ্রি হেল্থ ক্যাম্প
- আজ বাংলাদেশের মাটিতে ন্যায়বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে : আইন উপদেষ্টা
- শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড
- অস্কার গ্রহণ করলেন টম ক্রুজ
- শেখ হাসিনাসহ তিনজনের অপরাধ প্রমাণিত
- রাজস্থানের কোচ হিসেবে ফিরলেন কিংবদন্তি সাঙ্গাকারা
- ৬ জুলাই যোদ্ধাকে চিকিৎসার জন্য থাইল্যান্ড পাঠাচ্ছে সরকার
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
পাকিস্তানে আশার আলো সংলাপে রাজি ইমরান
সমস্যা সমাধানে নেতাদের পরামর্শ চান সুপ্রিমকোর্ট
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর