পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন তেহরিক-ই ইনসাফ বা পিটিআই চেয়ারম্যান এবং চলমান আন্দোলনের প্রধান নেতা ইমরান খান। একইভাবে সম্মতি দিয়েছেন আন্দোলনের অন্য নেতা এবং পাকিস্তান আওয়ামী তেহরিক বা পিএটি নেতা ড. তাহিরুল কাদরি। রাজনৈতিক সমঝোতার এ উদ্যোগে আশার আলো দেখছেন পাকিস্তানিরা।
পাকিস্তানের রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দেশটির বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত হয়েছে ‘গ্র্যান্ড অপজিশন জিরগা’ যার প্রধান হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক। তিনি জানিয়েছেন, গতকাল বিকালে পিপিপি সিনেটর রেহমান মালিকের বাসায় পিটিআই এবং পিএটির নেতাদের সঙ্গে আলোচনায় বসেছে জিরগা। সিরাজুল হক জানান, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এরই মধ্যে ইমরান ও কাদরির সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। ইমরান আলোচনায় বসতে রাজি হয়েছেন, তবে তার অর্থ এই নয় যে, তারা দুর্বল হয়ে পড়েছেন কিংবা তাদের আন্দোলন কর্মসূচি থেকে পিছিয়ে গেছেন। তিনি মন্তব্য করেন, এখন সৌজন্যতা দেখিয়ে সরকারের উচিত পিটিআই এবং পিএটির আটক নেতা-কর্মীদের মুক্তি দেওয়া। এর আগে গতকাল পাকিস্তানের জাতীয় সংসদে দুই কক্ষের যৌথ অধিবেশনে বেশির ভাগ বিরোধী দল প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতি সমর্থন দিয়েছে এবং ইমরান খান ও তাহিরুল কাদরির চলমান আন্দোলনের তীব্র সমালোচনা করেছেন। কেউ কেউ বলেছেন, চলমান আন্দোলন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে। এদিকে পাকিস্তানের সর্বোচ্চ আদালত দেশটির রাজনৈতিক দলগুলোর প্রধানদের কাছে বর্তমান সংকট থেকে কীভাবে উত্তরণ ঘটানো যায় তা জানাতে নির্দেশ দিয়েছেন। এদিকে পাকিস্তানের চলমান আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৪ জন। এর মধ্যে ৪৫ জনই পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পিটিআইর চেয়ারম্যান ইমরান খান। রাজধানী ইসলামাবাদের রেড জোনে পিটিআই কর্মীদের আজাদী মার্চের ১৯তম দিনে অংশগ্রহণকারীদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ অভিযোগ করেন।
ইমরান খান বলেন, সংসদে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়েছে এবং তারা জানিয়েছে দেশে স্বচ্ছ গণতন্ত্র বিরাজ করছে। কিন্তু তাদের বিরুদ্ধে গত নির্বাচনে ভোটকারচুপির অভিযোগ আছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ নিজেই এ কারচুপির সঙ্গে জড়িত ছিলেন। এ কারণেই জনমানুষের দাবি সত্ত্বেও তিনি এর সুষ্ঠু তদন্ত করছেন না।
পার্লামেন্ট থেকে পিটিআই সভাপতির পদত্যাগ : পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) সভাপতি মাকদুম জাভেদ দেশটির পার্লামেন্ট (ন্যাশনাল অ্যাসেম্বলি) সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন। গত মঙ্গলবার দেশটির জাতীয় সংসদের যৌথ অধিবেশনে বক্তৃতাকালে তিনি বলেন, আগামী অ্যাসেম্বলি অধিবেশনে আমি যোগদান করব কি-না সে বিষয়ে আমি নিশ্চিত নয়। আমি দলের চাপে নয় নিজের সিদ্ধান্তেই এ পদ থেকে পদত্যাগ করছি। ডন, এএফপি
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
পাকিস্তানে আশার আলো সংলাপে রাজি ইমরান
সমস্যা সমাধানে নেতাদের পরামর্শ চান সুপ্রিমকোর্ট
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর