রাজধানীর হাজারীবাগ থানা ছাত্রলীগ সভাপতি আরজু হত্যার অভিযোগে র্যাব-২-এর সিওসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে গতকাল মামলাটি করেন আরজুর ভাই মাসুদ রানা। মামলার আসামিরা হলেন র্যাব-২-এর সিও কর্নেল মাসুদ রানা, ডিএডি শাহিদুর রহমান, ইন্সপেক্টর ওয়াহিদ ও সোর্স রতন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় আসামি করা হয়েছে। এ বিষয়ে বাদীর আইনজীবী আজিম উদ্দিন শিমুল সাংবাদিকদের জানান, ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তবে মামলার নথিপত্র পর্যালোচনা করে আগামী ২৫ আগস্ট আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত। মামলায় বাদী অভিযোগ করেন, আরজুর আচার-ব্যবহার, চালচলন, রাজনৈতিক কার্যক্রম ও এলাকায় তার সৎ গুণাবলির কারণে কতিপয় দুষ্কৃতকারী ও ষড়যন্ত্রকারী ঈর্ষান্বিত হয়ে সোর্স রতনের সহযোগিতায় আসামিরা তার ভাইকে হাজারীবাগ পার্কের সামনের রাস্তার ওপর থেকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। এরপর বাদী হাজারীবাগ থানায় গিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করেন। তবে কোনো সন্ধান বের করতে পারেননি। দীর্ঘ সময় পর থানা পুলিশ জানায়, আরজু র্যাব-২ হেফাজতে আছে। পরদিন বাদী লোকমুখে শুনতে পান, হাজারীবাগ থানাধীন শিকদার মেডিকেল কলেজের পেছনে তার ভাইয়ের গুলিবিদ্ধ লাশ পড়ে আছে। বাদী ওই স্থানে গিয়ে জানতে পারেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। পরে বাদী ঢাকা মেডিকেলে গিয়ে তার ভাইকে শনাক্ত করেন। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে র্যাব কথিত ক্রসফায়ারে আরজুর নিহত হওয়ার ঘটনা সাজিয়েছে। এ জন্য তিনি হাজারীবাগ থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা নেয়নি। তাই আদালতে মামলা করেছেন। মামলায় বাদী অভিযোগ করেন, তার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা ছিল না। তিনি তালিকাভুক্ত সন্ত্রাসী নন। তার বিরুদ্ধে কিশোর রাজা মিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগ সত্য নয়। তাই বাদী র্যাবের হাতে তার ভাইয়ের হত্যাকাণ্ডকে তথাকথিত বন্দুকযুদ্ধ হিসেবে উল্লেখ করে এ ঘটনাকে বেআইনি, মানবতাবিরোধী ও পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন। বাদী তার অভিযোগটি সিআইডি পুলিশকে দিয়ে তদন্ত করিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন। এর আগে মোবাইল ও ল্যাপটপ চুরির অভিযোগ এনে সোমবার হাজারীবাগের গণকটুলীর বাসিন্দা রাজাকে পিটিয়ে হত্যা করা হয়। রাজার পরিবারের অভিযোগ, মোবাইল ও ল্যাপটপ চুরির অভিযোগে রাজাকে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় বাসার সামনে ফেলে যান আরজু। পরে হাসপাতালে নেওয়ার পর বিকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রধান আসামি মো. আরজুকে আটক করে ১৭ আগস্ট রাতে র্যাব-২-এর একটি টহল দল অভিযানে নামে। ওই দিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কথিত ‘বন্দুকযুদ্ধে’ আরজু নিহত হন।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
ছাত্রলীগ নেতা আরজু নিহত
র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে হত্যা মামলা
আদালত প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর