বুধবার, ১ জুন, ২০১৬ ০০:০০ টা

সাত মামলায় জামিন

নিজস্ব প্রতিবেদক

সাত মামলায় জামিন

নাশকতার অভিযোগে দায়ের করা সাত মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। গতকাল বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিনের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। তবে আরও কয়েকটি মামলা থাকায় বিএনপির এই নেতা এখনই কারাগার থেকে বের হতে পারছেন না। আদালতে রফিকুল ইসলাম মিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, বদরুদ্দোজা বাদল ও রাগিব রউফ চৌধুরী। নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন, পল্লবী, মিরপুর ও মতিঝিল থানায় এসব মামলা করে পুলিশ। এ নিয়ে মোট ২২টি মামলায় জামিন পেলেন রফিকুল ইসলাম মিয়া। তার বিরুদ্ধে মোট ২৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটিতে তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। গত ১৬ মে নিম্ন আদালতে হাজির হয়ে রফিকুল ইসলাম মিয়া জামিনের আবেদন করেন। আদালত তার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর