শিরোনাম
সোমবার, ১৩ জুন, ২০১৬ ০০:০০ টা

মৃত্যুর কারণ জানতে আরও তদন্ত চায় মেডিকেল বোর্ড

কুমিল্লা প্রতিনিধি

মৃত্যুর কারণ জানতে আরও তদন্ত চায় মেডিকেল বোর্ড

কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর লাশের দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন গতকাল সিআইডির কাছে জমা দিয়েছে মেডিকেল বোর্ড। বোর্ডের প্রধান কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক কামদা প্রসাদ সাহা বলেছেন, তনুর মৃত্যুর কারণ নিশ্চিত হতে পুলিশের আরও অধিক তদন্ত প্রয়োজন।  বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক     মেডিসিন বিভাগের অফিস সহকারী ফারুক  হোসেন প্রতিবেদনটি জমা দেন। প্রতিবেদন গ্রহণ করেন সিআইডির কুমিল্লার সহকারী উপপরিদর্শক মোশারফ  হোসেন। পরে এ ব্যাপারে কামদা প্রসাদ সাহা সাংবাদিকদের বলেন, যেহেতু দাফনের ১০ দিন পর কবর থেকে পচা-গলা লাশ তুলে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়েছে, সেহেতু পারিপার্শ্বিক নানা অবস্থা বিবেচনায় নিয়ে পুলিশের আরও অধিক তদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ নিশ্চিত হতে হবে। উল্লেখ্য, প্রায় আড়াই মাস আগে গত ৩০ মার্চ কবর থেকে তনুর মরদেহ তুলে দ্বিতীয় দফা ময়নাতদন্ত হয়। আদালতের নির্দেশে গঠিত তিন সদস্যের মেডিকেল বোর্ড এই ময়নাতদন্ত করে। ওই সময় তনুর শরীরের বিভিন্ন নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করায় সিআইডি। এ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। কিন্তু ওই ডিএনএ প্রতিবেদন দেওয়া হচ্ছে না-এমন অজুহাতে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দিতে এতদিন কালক্ষেপণ করে মেডিকেল বোর্ড। পরে আদালতের নির্দেশে গত মঙ্গলবার মেডিকেল বোর্ডকে ডিএনএ প্রতিবেদন দেয় সিআইডি। এরপর গতকাল দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন জমা দিল মেডিকেল বোর্ড। প্রসঙ্গত, তনু খুন হন গত ২০ মার্চ। ওই দিন রাতে কুমিল্লা সেনানিবাসের ভিতর একটি ঝোপ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সর্বশেষ খবর