বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা
ঘরের ভেতর বেপরোয়া বাস

ঘুম থেকেই চিরঘুমে দম্পতি

প্রতিদিন ডেস্ক

ঘুম থেকেই চিরঘুমে দম্পতি

রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে ঢুকে যায় যাত্রীবাহী বাস —বাংলাদেশ প্রতিদিন

দেশের বিভিন্ন সড়কপথে দুর্ঘটনায় আরও আটজনের প্রাণহানি ঘটেছে। বেপরোয়া এবং নিয়ন্ত্রণহীনভাবে যান চালানোর ফলে এসব দুর্ঘটনা ঘটেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজশাহী : চলন্ত যাত্রীবাহী বাসের চালক ঘুমিয়ে পড়ায় ওই বাস একটি বাড়িতে ঢুকে ঘুমন্ত দম্পতির মর্মান্তিক মৃত্যু ঘটিয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গতকাল রাত পৌনে ২টার দিকে রাজশাহী মহানগরীর বহরমপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বহরমপুর রেলক্রসিং এলাকার বশির হোসেন (৪০) ও তার স্ত্রী রেশমা বেগম (৩৫)। বাসচাপায় তারা ঘটনাস্থলেই মারা যান। তবে অক্ষত আছে তাদের তিন শিশুসন্তান। রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ জানান, কেয়া পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১১-৭২৮৪) চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। এ সময় চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বশিরের বাড়িতে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বশির ও তার স্ত্রীর মৃত্যু হয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে। বশির রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার স্ত্রীও গৃহকর্মীর কাজ করতেন। ওসি আরও জানান, বাসটির কিছু অংশ বশিরের পাশের বাড়িতেও ঢুকে পড়ে। এতে দিপু মিয়া (৩৫) ও চম্পা বেগম (৩০) নামে এক দম্পতি গুরুতর আহত হয়েছেন। তাদের আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়ে গেছে। আহত বাস যাত্রীদের বেশির ভাগের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। আবুল কালাম আজাদ (৫৩) নামে ওই বাসের এক যাত্রী জানান, দুর্ঘটনার বেশ কিছুক্ষণ আগ থেকেই বাসের চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন। কয়েকবার তাকে সতর্কও করেন যাত্রীরা। পরে বহরমপুর রেলক্রসিংয়ের বাঁকে বাঁক না নিয়ে চালক সরাসরি বাড়ির ভেতরে গাড়ি ঢুকিয়ে দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। সিলেট : সিলেটের দক্ষিণ সুরমায় বাসচাপায় এক ইউপি সদস্যসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাতমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লালাবাজার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইউনুছ আলী (২৮) ও ওই ইউনিয়নের দশহাল গ্রামের আবদুস শহীদ (৩২)। টাঙ্গাইল : মির্জাপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে আতাউর রহমান (৩০) নামে একজন নিহত ও কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন। গতকাল সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পোস্টকামুরী চরপাড়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমানের বাড়ি মানিকগঞ্জ জেলার বারুল বাজার এলাকায়। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নীলফামারী : সড়ক দুর্ঘটনায় নীলফামারীর কিশোরগঞ্জে ফেরদৌসি বেগম (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। গতকাল গভীর রাতে উপজেলার রণচণ্ডী ইউনিয়নের অবিলের বাজার নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা (ফরিদপুর) : গতকাল দুপুর পৌনে ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাজার বাসস্ট্যান্ডে মাইক্রোবাসের চাপায় তামিম (৮) নামে এক শিশু নিহত হয়েছে। তামিম চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের মৃত সাহাঙ্গীর শেখের ছেলে। চান্দ্রা ইউনিয়ন চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ জানান, তামিম তার মায়ের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। চকরিয়া : সন্তান জন্ম নেওয়ার দুই ঘণ্টা পর সড়ক দুর্ঘটনায় মারা গেলেন এক বাবা। সদ্যপ্রসূত সন্তানের জন্য ওষুধ কিনতে ফার্মেসিতে যাওয়ার সময় দুটি টমটমের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। হতভাগ্য বাবার নাম আবদুল জলিল (৩০)। তিনি নবজাতক ছেলের মুখও দেখে যেতে পারেননি।

সর্বশেষ খবর