রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

সর্বোচ্চ উইকেট শিকারি হবেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

সর্বোচ্চ উইকেট শিকারি হবেন সাকিব

আজ যদি আফগানিস্তানের বিপক্ষে ২টি উইকেট পান, তাহলে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হবেন সাকিব আল হাসান। টপকে যাবেন আরেক বাঁ হাতি স্পিনার আব্দুর রাজ্জাক রাজকে। রাজ্জাকের উইকেট সংখ্যা ২০৭ এবং সাকিবের ২০৬। এরপরই মাশরাফি বিন মর্তুজার উইকেট ২০৩টি। বিশ্বসেরা অলরাউন্ডার হয়তো এই সিরিজের মধ্যেই টেস্ট, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটের তিন ফরম্যাটেই বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হবেন। টেস্টে তার উইকেট সংখ্যা ১৪৭টি। তার পেছনে ১০০ উইকেট নিয়ে রয়েছেন আরেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিক। মাশরাফির উইকেট ৭৮টি। টেস্ট ক্রিকেটে সাকিবই দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। টি-২০ ক্রিকেটেও বাংলাদেশের সর্বোচ্চ উইকেট সংগ্রাহককারী সাকিব। তার উইকেট সংখ্যা ৬৫টি। তার পেছনে রয়েছেন আবদুর রাজ্জাক রাজ ৪৪ উইকেট নিয়ে। আল আমিনের উইকেট ৩৯টি। আজ যদি ওয়ানডেতে রাজ্জাক রাজকে টপকে যান, তাহলে তিন ফরম্যাটেই বাংলাদেশের এক নম্বর বোলার হবেন সাকিব। যা ক্রিকেট বিশ্বে বিরল।

সর্বশেষ খবর