বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে চীনা প্রেসিডেন্ট ভূ-রাজনীতির বিষয়ে বাংলাদেশের মানুষের জন্য এক নতুন বার্তা দিয়ে গেছেন। সেটি খুবই অর্থবহ। চীনের রাষ্ট্রপতির ঢাকা সফর এ জন্য অত্যন্ত গুরুত্ব ও তাত্পর্যপূর্ণ। তিনি বলেন, বর্তমানে এই উপমহাদেশে নানারকম অশান্তি ও ষড়যন্ত্রের পাঁয়তারা চলছে, সেক্ষেত্রে দুই দেশের জনগণের সঙ্গে জনগণের পারস্পরিক সম্পর্কের ওপরে গুরুত্ব দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। এটি একটি নতুন বার্তা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় গতকাল এ কথা বলেছেন তিনি। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ‘চীনা প্রেসিডেন্টের বাংলাদেশ সফর ভূ-আঞ্চলিক রাজনীতির নতুন বার্তা’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে। জাগপা সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমানসহ দলের অন্যান্য নেতা অংশ নেন। এশিয়ান হাইওয়ে ও ‘ডিপ-সি পোর্ট’ (গভীর সমুদ্রবন্দর) বাস্তবায়নের জন্য চীন ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান ড. মোশাররফ হোসেন। চীন ও বাংলাদেশের মধ্যে সম্পাদিত চুক্তি সম্পর্কে সাবেক এই মন্ত্রী বলেন, এসব চুক্তিতে দুই দেশের স্বার্থ সুরক্ষা ও উন্নয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় থাকবে এবং সেটারই বাস্তবায়ন চাই আমরা। চীনা প্রেসিডেন্টের ঢাকা সফর সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, চীনের প্রেসিডেন্ট এই বার্তা দিয়ে গেছেন— বাংলাদেশের যে কোনো সংকটে তারা জনগণের পাশে থাকবেন। কিন্তু আমরা সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদের শিকার। ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা পাচ্ছি না। এগুলো চেয়ে নেওয়ার কথা নয়। অথচ চায়নার নীতি সবসময় আধিপত্যবাদের বিরুদ্ধে। তারা সব সময় শান্তির পক্ষে অবস্থান নেয়। বাংলাদেশ-চীন মৈত্রী সমিতির সাবেক এই সভাপতি আরও বলেন, এশিয়ান হাইওয়ের প্রস্তাব আমাদের (বিএনপি) সরকারের সময় করা হয়েছিল। কক্সবাজার থেকে মাত্র ৩৭ কিলোমিটার নতুন রাস্তা তৈরি করে মিয়ানমারের হাইওয়ের সঙ্গে যুক্ত করে থাইল্যান্ডের সঙ্গে সংযোগ স্থাপন করলে পুরো এশিয়ার সঙ্গে কানেক্টিভিটি হয়ে যায়। আমরা এ কাজে অগ্রসর হয়েছিলাম এবং বাংলাদেশের পক্ষ থেকে পুরো রাস্তা করব বলেও ঘোষণা দিয়েছিলাম। কিন্তু আমরা সরকার থেকে চলে যাওয়ার পর সেটার আর বাস্তবায়ন হয়নি। ড. মোশাররফ হোসেন আরও বলেন, রাষ্ট্রপতিরা কোনো দেশে সফরে এলে সে দেশের রাষ্ট্রপতি, সরকার প্রধান ও বিরোধী দলের নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। কিন্তু বর্তমান সংসদের বিরোধী দলকে কোনো গুরুত্ব দিলেন না তিনি।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
চীনা প্রেসিডেন্ট নতুন বার্তা দিয়ে গেছেন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর